ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অ্যালায়েন্স লিজিংকে ব্যবসার সম্মতি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
অ্যালায়েন্স লিজিংকে ব্যবসার সম্মতি

ঢাকা: বেসরকারি খাতে ব্যাংকবহির্ভূত একটি আর্থিক প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রস্তাবিত নতুন এ আর্থিক প্রতিষ্ঠানের নাম অ্যালায়েন্স লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানি।



রোববার (২৬ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় প্রতিষ্ঠানটিকে ব্যবসা পরিচালনার সম্মতিপত্র (এলওআই)  দেওয়ার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের বোর্ডরুমে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন গভর্ণর ড. আতিউর রহমান। এতে পর্ষদের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, অ্যালায়েন্স লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিটি দেশীয় ও বিদেশি(জয়েন্টভেঞ্চার) মালিকানায় ব্যবসা পরিচালনা করবে।
 
বর্তমানে ৩৩টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান কাজ করছে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন এ কোম্পানিটিকে চূড়ান্ত অনুমোদন পেতে বাংলাদেশ ব্যাংকের দেয়া ২১টি শর্ত পরিপালন করতে হবে। উল্লেখযোগ্য শর্তের মধ্যে রয়েছে, পরিশোধিত মূলধন হবে এক শ’ কোটি টাকা। নতুন ব্যাংকের মতো মূলধনের অর্থ প্রদর্শিত হতে হবে। কোনো কর বা ঋণ খেলাপি ব্যক্তি এখানকার উদ্যোক্তা হতে পারবেন না। এছাড়া উৎপাদনশীল খাতে বেশি বিনিয়োগের প্রতিশ্রুতি থাকতে হবে। একই পরিবারের সদস্যরা ১০ শতাংশের বেশি শেয়ার ধারণ করতে পারবেন না।

শর্ত পরিপালন করে আবেদন করলে তা যাচাই-বাছাই শেষে লাইসেন্সের জন্য চূড়ান্ত অনুমোদন দেয়া হবে।

সূত্র মতে, আরো দু’টি প্রতিষ্ঠানের লাইসেন্স দেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এর মধ্যে মেরিডিয়ান ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানকে এরইমধ্যে এলওআই দেওয়া হয়েছে। সিএপিএম ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড নামক আরেকটিও প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।