ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

লাইফকো’র অগ্নিনির্বাপক সামগ্রী বাজারজাত করবে আরএফএল

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
লাইফকো’র অগ্নিনির্বাপক সামগ্রী বাজারজাত করবে আরএফএল

ঢাকা: যুক্তরাজ্য ভিত্তিক ‘ফায়ার অ্যান্ড সেফটি ইকুপমেন্টস’ উৎপাদনকারী প্রতিষ্ঠান লিচফিল্ড ফায়ার এন্ড সেফটি ইকুপমেন্ট কোম্পানি লি. (লাইফকো) ও আরএফএল এর মধ্যে সম্প্রতি চুক্তি সই হয়েছে।

আরএফএল’র সহযোগী প্রতিষ্ঠান রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মোঃ রাশেদুর রহমান এবং লাইফকো’র জেনারেল ম্যানেজার ও চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ ইকবাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে সই  করেন।



চুক্তির আওতায় বাংলাদেশে একমাত্র পরিবেশক হিসেবে আরএফএল লাইফকো’র অগ্নিনির্বাপক সামগ্রী বাজারজাত করবে।

রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মোঃ রাশেদুর রহমান জানান, বিশ্বব্যাপী লাইফকোর অগ্নিনির্বাপক সামগ্রীর বেশ সুনাম রয়েছে। দেশের তৈরি পোশাকশিল্পসহ বিভিন্ন শিল্পকারখানায় এসব পণ্যগুলোর বেশ চাহিদা রয়েছে। এ চুক্তির ফলে আরো সাশ্রয়ী দামে ফায়ার এলার্ম সিস্টেম, ফায়ার প্রটেকশন সিস্টেম, ফায়ার পাম্পসহ যাবতীয় অগ্নিনির্বাপক সামগ্রী ক্রেতাদের কাছে সহজে পৌঁছে দেয়া সম্ভব হবে। আরএফএল ক্রেতাদের বিক্রয় পরবর্তী সেবাও নিশ্চিত করবে।

প্রাণ-আরএফএল গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী, আরএফএল এর পরিচালক আর এন পল, রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের হেড অফ মার্কেটিং চৌধুরী ফজলে আকবর, ব্র্যান্ড ম্যানেজার মোঃ নাজমুল হক, লাইফকো’র প্রডাকশন ম্যানেজার মিঃ পল, দেশের তৈরি পোশাক শিল্পের সাথে সংশ্লিষ্ট গণ্যমাণ্য ব্যক্তিবর্গ  এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।