ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পীরগাছায় বাদামের বাম্পার ফলন

সাজ্জাদ বাপ্পী, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
পীরগাছায় বাদামের বাম্পার ফলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: রংপুরের পীরগাছা উপজেলার তিস্তা নদীর  চরাঞ্চলে বাদামসহ বিভিন্ন উফশি জাতের ফসল চাষে ঝুকে পড়েছে সেখানকার কৃষকরা।

অন্যান্য সাথী ফসলের পাশাপাশি  বাদাম চাষে লাভজনক হওয়ার  কারণে তারা বাদাম চাষে ঝুকে পড়েছেন বলে জানা গেছে।



এবার পীরগাছা উপজেলায় বাদাম  চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩০ হেক্টর জমিতে।

চলতি মৌসুমে উপজেলার ৯ টি ইউনিয়নে  লক্ষ্যমাত্রার চাইতে বেশি জমিতে বাদাম  চাষ করা হয়েছে।

জানা যায়, কৃষকরা বাদামের উন্নত জাতের বীজ বপন করে অধিক ফলন আশা করছেন।

বাদাম   চাষে  খরচ অনেক কম হওয়ার প্রতি বছর চাষ বাড়ছে বলে উপজেলা কৃষি কর্মকর্তারা জানান।

উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে বাদাম চাষ হয়েছে।

পীরগাছা উপজেলার ছাওলা খাশের চর, চর রহমত,শিবদেব চর,আষষ্ঠিপাড়া চড়ে ব্যাপক চাষ হয়েছে।

বাদাম চাষি বেল্লাল হোসেন,মরজিনা বেগম,শান্তি বেগম, রবিউল ইসলাম,আবু বক্কর সিদ্দিক,মোজ্জামেল হক জানান,  বাদাম চাষে খরচ অনেক কম শুধুমাত্র সেচ আর সার প্রয়োগেই বাদাম  চাষ ভাল হয়। এছাড়াও জমিতে আগাছা দমন  কীটনাশক  তেমন  একটা  প্রয়োজন হয় না।

এ বছর  বাদাম চাষে  ভাল ফলন আশা করছেন বলে জানান তারা।

উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল লতিফ বলেন, ১৩০ দিনে বাদাম  ঘরে তোলা য়ায়। এবার চরে বাম্পার ফলনের আশা করছেন তারা।

পীরগাছা উপজেলার কৃষি কর্মকর্তা আফতাব হোসেন জানায়, গত বছরের চেয়ে এ বছর বাদামের উৎপাদন বেশি হবে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
আরআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।