ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সোনালী ব্যাংকের নতুন চেয়ারম্যান ফজলে কবীর

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
সোনালী ব্যাংকের নতুন চেয়ারম্যান ফজলে কবীর

ঢাকা: সাবেক অর্থসচিব ফজলে কবীরকে সোনালী ব্যাংকের চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।



এর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে ১৯ এপ্রিল সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক হাবিুবুর রহমান।

৩ বছরের জন্য নিয়োগ পাওয়ার পর আগামী ২৬ ডিসেম্বর তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। ২০১২ সালের ২৭ ডিসেম্বর অধ্যাপক হাবিবুর রহমানকে ব্যাংকটিতে চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছিল।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।