ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কল্যাণ তহবিলে সাড়ে ১৭ কোটি টাকা দিলো গ্রামীণফোন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৫
কল্যাণ তহবিলে সাড়ে ১৭ কোটি টাকা দিলো গ্রামীণফোন

ঢাকা: শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে লভ্যাংশের সাড়ে ১৭ কোটি টাকা জমা দিয়েছে বেসরকারি মোবাইল অপারেটর গ্রামীণফোন।
 
বুধবার (২৯ এপ্রিল) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর হাতে ১৭ কোটি ৩৪ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।


 
সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান যাদের দুই কোটির টাকার মূলধন রয়েছে তারা লভ্যাংশের দশমিক ৫ শতাংশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে জমা দেয়। এ পর্যন্ত তহবিলে প্রায় একশ’ কোটি টাকা জমা রয়েছে।
 
তহবিলের লভ্যাংশ শ্রমিক কল্যাণে ব্যয় করা হয়ে থাকে বলে জানান শ্রম প্রতিমন্ত্রী।
 
গ্রামীণফোনের চিফ হিউম্যান রিসোর্স অফিসার (পিউপল অ্যান্ড অর্গানাইজেশন ডিভিশন) কাজী মো. শাহেদ এবং চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন চেক হস্তান্তর করেন।
 
এ পর্যন্ত ৪৭টি প্রতিষ্ঠান তহবিলে লভ্যাংশ জমা দিয়েছে বলে জানিয়েছেন শ্রমসচিব মিকাইল শিপার।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৫
এমআইএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।