ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জনতা ব্যাংকের পরিচালন মুনাফা ১০৬৮ কোটি টাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৫
জনতা ব্যাংকের পরিচালন মুনাফা ১০৬৮ কোটি টাকা ছবি : শাকিল/বাংলানিউজটোয়েন্টি.কম

ঢাকা: রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংক ২০১৪ সালে এক হাজার ৬৮ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে। ব্যাংকটির কর ও প্রভিশন পরবর্তী নিট মুনাফা ৩৮১ কোটি টাকা এবং মোট সম্পদের পরিমাণ ৬২ হাজার ৯৪৫ কোটি টাকা।


 
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মতিঝিলে অবস্থিত ব্যাংকটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত অষ্টম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ তথ্য জানানো হয়।
 
সরকারের প্রতিনিধি ও শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে এজিএমে ২০১৪ সালের আর্থিক চিত্র উপস্থাপন করেন ব্যাংকের চেয়ারম্যান শেখ মো. ওয়াহিদ-উজ-জামান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবদুস সালাম।
 
এজিএমে জানানো হয়, ব্যাংক খাতের মোট সম্পদ’র ৭.২৭ শতাংশই জনতা ব্যাংকের। এ হার আমানতে ৭.৬০ শতাংশ, ঋণ ও অগ্রিমে ৬.০৫ শতাংশ, আমদানির ৪.৫১ শতাংশ, রফতানির ৭.৬২ শতাংশ, ফরেন রেমিট্যান্সে ৯.২১ শতাংশ এবং কর্মসংস্থানে ৮.৪৪ শতাংশ।
 
ব্যাংকটির সম্পদের বিষয়ে জানানো হয়, ২০১৪ সালের শুরুতে সম্পদের পরিমাণ ছিল ৫৮ হাজার ৬০৮ কোটি টাকা। বছর শেষে ৭.৪০ শতাংশ বেড়ে তা ৬২ হাজার ৯৪৫ কোটি টাকায় উন্নীত হয়েছে।
 
আর আমানতের পরিমাণ আগের বছরের তুলনায় ৭.৮৩ শতাংশ বেড়ে হয়েছে ৫১ হাজার ৬১০ কোটি টাকা। ঋণ ও অগ্রিমের পরিমাণ আগের বছরের তুলনায় বেড়েছে ১১.৯১ শতাংশ। বছর শেষে ঋণ ও অগ্রিম দাঁড়িয়েছে  ৩১ হাজার ৬৬৮ কোটি টাকা।
 
২০১৪ সালে ব্যাংকটি শ্রেণিকৃত ঋণ থেকে ৭৩৩ কোটি ৭৩ লাখ টাকা এবং অবলোপনকৃত ঋণ থেকে ১৩৭ কোটি ৪৭ লাখ টাকা নগদ আদায় করেছে বলে এজিএমে জানানো হয়।
 
আয়কর, ভ্যাট, আবগারি শুল্ক উৎস করসহ সরকারি কোষাগারে ব্যাংকটি ৮৫৭ কোটি টাকা জমা দিয়েছে জানিয়ে সিইও ও এমডি মো. আবদুস সালাম বলেন, জনতা ব্যাংক শুধু বাণিজ্যিক ব্যাংক হিসেবেই কাজ করে না। দরিদ্র মানুষের মধ্যে সুদ মুক্ত ঋণও প্রদান করে। আগামীতে আরও নতুন নতুন খাতে সুদ মুক্ত ঋণ বিতরণ করা হবে।
 
তিনি জানান, ব্যাংকটির ১৭৪টি শাখায় রিয়েল টাইম অনলাইন ব্যাংকিং সুবিধা চালু করা হয়েছে। ২০১৬ সালের মধ্যে এ সংখ্যা ৫০০ তে নিয়ে যাওয়া হবে।
 
জনতা ব্যাংকের চেয়ারম্যান শেখ মো. ওয়াহিদ-উজ-জামান’র সভাপতিত্বে এজিএমে সরকারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. ফজলুল হক।
 
ব্যাংকের পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন মো. এমদাদুল হক, নাগিবুল ইসলাম দীপু, ড. আর এম দেবনাথ, সৈয়দ বজলুল করিম বিপিএম, অধ্যাপক মোহাম্মদ মঈনুদ্দীন, মো. আবু নাসের, সঙ্গীতা আহমেদ, অধ্যাপক ড. নিতাই চন্দ্র নাগ, এ কে এম কামরুল ইসলাম, মো. মাহাবুবুর রহমান হিরণ প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৫
এএসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।