ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রোপার্টি এলার্ট সার্ভিস চালু করেছে রবি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০০ ঘণ্টা, মে ১, ২০১৫
প্রোপার্টি এলার্ট সার্ভিস চালু করেছে রবি

ঢাকা: সহজ, সাশ্রয়ী ও ঝামেলামুক্ত উপায়ে রিয়েল এস্টেট খুঁজে পেতে ‘রবি প্রোপার্টি এলার্ট’ নামে একটি বিশেষ ভ্যালু অ্যাডেড সার্ভিস(ভিএএস) চালু করেছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড।

গ্রাহক তার নিজের পছন্দমত সাশ্রয়ী বা ব্যয়বহুল যে কোন প্রোপার্টি ক্রয় বা ভাড়া নেয়ার জন্য সেবাটি নিতে পারবেন।



এক দিন বা এক সপ্তাহ বা ১৫ দিন বা ৩০ দিন যে কোন মেয়াদের জন্য সেবাটি নেওয়া যাবে। *১০৮*৭# ডায়াল করে বা ৩০০৩ শর্ট কোডে উল্লিখিত কি ওয়ার্ড লিখে পাঠালেই সেবাটি চালু হয়ে যাবে।

প্রোপাটির খোঁজ বা পোস্ট করতে গ্রাহক তার প্রোফাইল তৈরি করে পণ্য কেনা, বিক্রি বা একই সাথে দুটি সেবাই গ্রহণ করতে পারবেন। গ্রাহকরা তাদের রিয়েল এস্টেটের বর্ণনায় পরিবর্তন, নতুন আরেকটি প্রদান বা বাতিল করার সুযোগ পাবেন। সেবাটি নেওয়ার মাধ্যমে গ্রাহক তার চাহিদা অনুযায়ী স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রতিদিনের প্রোপার্টির খবর পেয়ে যাবেন।

এছাড়া সাবসক্রিপশনের ভিত্তিতে প্রতিদিন তার নিজের চাহিদার সাথে মিল আছে এমন একটি প্রোপাটির খোঁজ পাবেন গ্রাহক।      

বাংলাদেশ সময়: ০৪০১ ঘণ্টা, মে ০১, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।