ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নেপালের দূর্গত মানুষের পাশে বিজিএমইএ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, মে ২, ২০১৫
নেপালের দূর্গত মানুষের পাশে বিজিএমইএ ছবি : সংগৃহীত

ঢাকা: নেপালের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে বিপুল হতাহতের ঘটনায় সহায়তার হাত বাড়িয়েছে দেশের তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।

প্রথম দফায় বিজিএমইএ সভাপতি মোঃ আতিকুল ইসলাম ও সহ-সভাপতি শাহিদউল্লাহ আজিম গত ০১ মে’ ২০১৫ তারিখ ভোরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইট যোগে ২০০ কার্টুন বোঝাই ১০ হাজারেও অধিক তৈরি পোশাক নিয়ে কাঠমান্ডু যান এবং নেপাল কর্তৃপক্ষের কাছে সেগুলো হস্তান্তর করেন।



তৈরি পোশাক সামগ্রীসমূহের মধ্যে রয়েছে সুয়েটার, জেন্টস প্যান্ট, লেডিস প্যান্ট, টি-শার্ট, পোলো শার্ট, ডেনিম জিনস প্যান্ট ও শিশুদের পোশাক। পরবর্তী দফায় বিজিএমইএ’র পক্ষ থেকে সহায়তাস্বরূপ নেপালের জনগণের জন্য আরও তৈরি পোশাক সামগ্রী পাঠানো হবে।

শনিবার(২ মে’২০১৫) সংগঠনটির মহাসচিব এহসান উল ফাত্তাহ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, মে ০২, ২০১৫
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।