ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এফবিসিসিআই নির্বাচন

এবার সভাপতি প্রার্থী ছাড়াই প্যানেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, মে ৩, ২০১৫
এবার সভাপতি প্রার্থী ছাড়াই প্যানেল ছবি: দেলোয়ার হোসেন বাদল/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর আগামী ২০১৫-১৭ মেয়াদের পরিচালক নির্বাচনে ‘ব্যবসায়ী ঐক্য পরিষদ’ নামে ১৬ সদস্যের আরেকটি প্যানেল ঘোষণা করা হয়েছে।
 
রোববার (০৩ মে) রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এ প্যানেল ঘোষণা করা হয়।



সৈয়দ মোয়াজ্জম হোসাইন, ড. কাজী এরতেজা হাসান ও শাফকাত হায়দার নেতৃত্বাধীন এ প্যানেলটিতে সভাপতির পদের যোগ্য কাউকে রাখা হয়নি।
 
 
এর আগে শনিবার (০২ মে) অ্যাসোসিয়েশন গ্রুপের সদস্য না রেখেই এফবিসিসিআইর বর্তমান প্রথম সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলীর নেতৃত্বে ‘স্বাধীনতা ব্যবসায়ী পরিষদ’ নামে আর একটি প্যানেল ঘোষণা করা হয়।
 
ব্যবসায়ী ঐক্য পরিষদ প্যানেলটিতে চেম্বার গ্রুপ থেকে কোনো ব্যবসায়ীকে না রেখে শুধু অ্যাসোসিয়েশন গ্রুপের সদস্যদের রাখা হয়েছে। অর্থাৎ, এ প্যানেল থেকে এফবিসিসিআইর সভাপতি পদের জন্য কেউ যোগ্য হবেন না। কারণ নিয়ম অনুযায়ী এবার চেম্বার গ্রুপ থেকে এফবিসিসিআইর সভাপতি নির্বাচিত হবেন।

প্যানেলটিতে চেম্বার গ্রুপ থেকে কাউকে না রাখার কারণ কী? একাধিক সাংবাদিক এ প্রশ্ন করলেও তার কোনো উত্তর দেননি প্যানেলটির নেতারা।
 
প্যানেলটিতে আরও রয়েছেন খন্দকার রুহুল আমিন, মো. মিজানুর রহমান বাবুল, মো. জামিউল আহম্মেদ, মো. আলি জামান, ব্যারিস্টার জাকির আহাম্মদ, আবুল আয়েস খান, হাজী মোয়াজ্জেম হোসেন, মো. আসলাম আলী, এমজিআর নাসির মজুমদার, তাহের আহম্মেদ সিদ্দিক, মো. ইব্রাহীম, মোহাম্মদ উল্লাহ পলাশ ও মাহমুদা মুস্তাকিমা রুবি।
 
সংবাদ সম্মেলনে প্যানেলের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন ড. কাজী এরতেজা হাসান। তিনি বলেন, দেশে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির কারণে সাধারণ শিল্পপতি ও ব্যবসায়ীরা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পরিস্থিতিতে এফবিসিসিআইর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
 
প্যানেলের সদস্যরা নির্বাচিত হলে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ব্যবসার সমস্যা সমাধান, যুক্তিসঙ্গত হারে ভ্যাট ও ট্যাক্স নির্ধারণে ভূমিকা রাখা, শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা সৃষ্টি, নারী উদ্যোক্তাদের সুযোগ-সুবিধা দেওয়া, এফবিসিসিআইর সমিতিগুলোর উন্নয়ন, আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার, কর্মকাণ্ডে স্বচ্ছতা এবং একটি শক্তিশালী গবেষণা ও উন্নয়ন সেল প্রতিষ্ঠা করতে কাজ করবে বলে জানান এরতেজ হাসান।

সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে এসে যোগ দেন সংসদ সদস্য হাজী সেলিম। তিনি বলেন, এফবিসিসিআইর নির্বাচন করে লাভ কী। এই যে আপনার নেতা নির্বাচন করেন তারা কি কোনো কথা বলেন? ব্যাংক মানুষকে হাত-পা বেঁধে পানিতে ফেলে দেয়। এফবিসিসিআই ব্যাংকের কথা বলে না। কারণ ওনারা ব্যাংকের মালিক।

ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা ব্যবসায়ীদের কথা বলবেন আপনারা তাদের ভোট দেন।
 
বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, মে ০৩, ২০১৫
এএসএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।