ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ব্যবসায় বৈজ্ঞানিক ও আধুনিক পদ্ধতি প্রয়োগের আহ্বান

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, মে ৩, ২০১৫
ব্যবসায় বৈজ্ঞানিক ও আধুনিক পদ্ধতি প্রয়োগের আহ্বান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ব্যবসায় পরিচালনার সনাতনী পদ্ধতির পরিবর্তে আধুনিক, বৈজ্ঞানিক ও নিয়মসম্মত ব্যবস্থাপনা পদ্ধতি প্রয়োগের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

রোববার (০৩ মে) রাজধানীর গুলশান ক্লাবে ‘লিডারশিপ অ্যান্ড কর্পোরেট ফিলোসফি ইন দ্য এজ অব গ্লোবালাইজেশন’ শীর্ষক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ‍আহ্বান জানান।



বাংলাদেশ-জাপান ট্রেনিং ইন্সটিটিউট (বিজেটিআই) ০৩ ও ০৪ এপ্রিল দু’দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, বৈজ্ঞানিক ও আধুনিক পদ্ধতি প্রয়োগের মাধ্যমে ব্যবসায় প্রতিষ্ঠানকে দক্ষ ও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে হবে। ফলে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য আনয়নের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখার জন্য বেসরকারি প্রতিষ্ঠানের সামনে তৈরি হবে বিরাট সুযোগ।

নিজেকে ‘প্রাইভেট সেক্টর লেড গ্রোথ’র একজন অ্যাডভোকেট হিসেবে তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সরকার প্রশিক্ষণ দেওয়া, ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান, অবকাঠামোগত উন্নয়ন, নীতিগত পরিবর্তন, সমন্বয় ইত্যাদির মাধ্যমে বেসরকারি খাতকে সব ধরনের সহযোগিতা দিচ্ছে। এজন্য উন্নয়নের মূল চালিকাশক্তি হবে বেসরকারি খাত।
 
প্রশিক্ষণের গুরুত্ব অনুধাবন করে বর্তমান সরকার জাতীয় পর্যায়ের পাশাপাশি স্থানীয় পর্যায়ে যেমন দেশের প্রতিটি উপজেলায় (৪৯২টি) কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যেই ১শ’ উপজেলায় এ লক্ষ্যে কাজের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান শাহরিয়ার আলম।

বাংলাদেশ সরকার মানব সম্পদ উন্নয়নে ব্যাপকভাবে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
 
এ কাজের সহযোগী হিসেবে অবদান রাখার জন্য তিনি বিজেটিআইকে ধন্যবাদ জানান এবং জাপান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।  

প্রতিমন্ত্রী বেসরকারি খাতের উন্নয়নে যেকোনো ধরনের পরামর্শ, মতামত ও সমস্যা সরকারের নীতি নির্ধারকদের কাছে পৌঁছে দেওয়ার ব্যাপারে বেসরকারি উদ্যোক্তাদের আশ্বাস দেন।

এওটিএস-হাইডা অ্যলামনাই সোসাইটির (বাস) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ড. মাহবুবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজেটিআই কাউন্সিলের সহ সভাপতি আবু নাইম মো. শাহ্জাহানসহ দেশের শীর্ষস্থানীয় পেশাজীবী ও প্রশিক্ষণ সংশ্লিষ্ট নীতি নির্ধারকরা।

জাপানের ওসাকা ইউনিভার্সিটি অব কমার্সের অধ্যাপক ড. মাসায়াকি ফুরুসাওয়া প্রশিক্ষণ কর্মসূচিটি পরিচালনা করছেন।

বাংলাদেশ-জাপান ট্রেনিং ইন্সটিটিউট ২০১১ সালের এপ্রিল মাসে ‘কর্পোরেট ম্যানেজমেন্ট-জাপানিজ ওয়ে’ সেমিনারের মাধ্যমে যাত্রা শুরু করে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মে ০৩, ২০১৫
জেপি/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।