ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাজেটে গার্মেন্টস শ্রমিকদের জন্য ছয় খাতে বরাদ্দের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, মে ৪, ২০১৫
বাজেটে গার্মেন্টস শ্রমিকদের জন্য ছয় খাতে বরাদ্দের দাবি ছবি: রাজিব / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আসন্ন বাজেটে গার্মেন্টস শ্রমিকদের জন্য ছয় খাতে বরাদ্দের দাবি জানিয়েছেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন।

সোমবার (০৪ মে) বেলা সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।



তিনি বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে গার্মেন্টস শ্রমিকদের জন্য বিশেষ বরাদ্দের কথা থাকলেও তা এখনও বাস্তবায়িত হয়নি। আসন্ন বাজেটে বিশেষ ব্যবস্থা না থাকলে আমরা ঐক্যবদ্ধ আন্দোলনে যেতে বাধ্য হবো।

তিনি আর জানান, আমাদের দাবি সমূহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ১০মে থেকে ১৫মে’র মধ্যে জমা দেয়া হবে। যে ছয় খাতে গার্মেন্টেস শ্রমিকদের জন্য বিশেষ বরাদ্দের দাবি জানানো হচ্ছে সেগুলো হলো- পূর্ণাঙ্গ রেশনিং ব্যবস্থা, গার্মেন্টস শ্রমিক কলোনি, শিশু লালন কেন্দ্র, পরিবহন মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দ, শিল্প এলাকায় শ্রমিকদের জন্য বিশেষ হাসপাতাল ও নিরাপদ মাতৃত্বকেন্দ্র স্থাপন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক শাফিয়া পারভীন।

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, মে ০৪, ২০১৫
ইউএম/এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।