ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আগামী বছর নতুন মূসক আইন, অনলাইনেই নিবন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, মে ৪, ২০১৫
আগামী বছর নতুন মূসক আইন, অনলাইনেই নিবন্ধন

রাজশাহী: আগামী বছর পহেলা জুলাই থেকে আধুনিক, তথ্য-প্রযুক্তি নির্ভর, বিনিয়োগ ও ব্যবসাবান্ধব নতুন ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২’ সফলভাবে বাস্তবায়ন করা হবে।

সোমবার (০৪ মে) সাহেব বাজার মুন লাইট গার্ডেনে জাতীয় রাজস্ব বোর্ড রাজশাহী অঞ্চলের করদাতাদের সচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধ করতে দিনব্যাপী এক সেমিনারের আয়োজন করে।



এতে সভাপতিত্ব করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহীর কমিশনার আব্দুল মান্নান শিকদার।

এসময় বক্তারা বলেন, নতুন মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ বাস্তবায়িত হলে করদাতারা বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা ভোগ করবেন। এ নিয়মে করদাতারা মূসক অফিসে না গিয়ে ব্যবসাস্থল বা ঘরে বসেই অনলাইনে নিবন্ধন করতে পারবেন। যারা আগে নিবন্ধন করেছেন তাদেরও ফের নিবন্ধন করতে হবে।
তারা বলেন, নতুন মূসক আইনে পণ্য বিক্রির জন্য মূল্য ঘোষণা দেওয়ার প্রয়োজন হবে না। করদাতারা তাদের পণ্য যে মূল্যে বিক্রি করবেন তার ভিত্তিতেই মূসক পূরণ করবেন।

এছাড়া অগ্রিম মূসক পরিশোধও করতে হবে না। করদাতারা পরবর্তী মাসের ১ থেকে ১৫ তারিখের মধ্যে ব্যাংকে না গিয়ে অনলাইনে মূসকসহ অন্যান্য কর পরিশোধ করতে পারবেন। অনলাইন পদ্ধতিতে সহজে রিফান্ড নেওয়ার ব্যবস্থাও থাকবে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মনিরুজ্জামান মনি।

এছাড়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহীর অতিরিক্ত কমিশনার মোয়াজ্জেম হোসেন ও শওকত আলী সাদীসহ রাজশাহী অঞ্চলের প্রায় এক হাজার করদাতা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, মে ০৪, ২০১৫
এসএস/এটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।