ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আজিজ কো-অপারেটিভ সুপার মার্কেটের নতুন কমিটি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, মে ৪, ২০১৫
আজিজ কো-অপারেটিভ সুপার মার্কেটের নতুন কমিটি

ঢাকা: আজিজ কো-অপারেটিভ সুপার মার্কেটের কার্যনির্বাহী পরিষদের দ্বিবার্ষিক নির্বাচনে নাজমুল আহসান নাজু সভাপতি এবং মো. আলমগীর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (২ মে’২০১৫) এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে অনুষ্ঠিত নির্বাচনে ১৭ জন করে দুটি প্যানেল এবং তিনজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নাজু-আলমগীর পরিষদ পূর্ণ প্যানেলে নির্বাচিত হয়। আহ্বায়ক কমিটি নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের কাছে দায়িত্বভার হস্তান্তর করেছে।

নির্বাচিত অন্যরা হলেন: সহসভাপতি ইফতেখার হোসেন, এ এম শাহাবুদ্দীন আহমদ, মাসুদুর রহমান, মো. জামাল সরকার, মোহাম্মদ আজিজুল ইসলাম অলি, যুগ্ম সম্পাদক-ফয়সল আরেফিন, কোষাধ্যক্ষ-কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক-মুরসালিন আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক-মো. আতাউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক-শাজাহান সাজু, ধর্ম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক-মো. এমদাদ হোসেন, দপ্তর সম্পাদক-আজহারুল ইসলাম কনক, কার্যনির্বাহী সদস্য-মোস্তাক আহাম্মদ মানিক, সোহেল রানা ও তাপসী সাহা।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, মে ০৪, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।