ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মহিপালে ফ্লাইওভারসহ একনেকে ১০ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, মে ৫, ২০১৫
মহিপালে ফ্লাইওভারসহ একনেকে ১০ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন ছবি: প্রতীকী

ঢাকা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ফেনী-লক্ষ্মীপুর মহাসড়ক দুটি ফেনীর মহিপালে মিলিত হয়েছে। যানজট ও সড়ক দুর্ঘটনা হ্রাসে মহিপালে ৩৭০ মিটার দৈর্ঘ্য ৬ লেনের ফ্লাইওভার নির্মাণ করবে সড়ক ও জনপথ অধিদফতর।



এ প্রকল্পসহ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১০টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
 
মঙ্গলবার (৫ মে) সকালে রাজধানী শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় প্রকল্পগুলোর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

প্রকল্পগুলোর মোট ব্যয় ধরা হয়েছে, ১ হাজার ৯১০ কোটি ২৮ লাখ টাকা। এর মধ্যে সরকার দেবে ১ হাজার ৭৯৫ কোটি ৮২ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল ১১৪ কোটি ৪৬ লাখ টাকা।
 
তবে মহিপালে ৬ লেনের ফ্লাইওভার নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৫৮ কোটি টাকা। ২০১৫ সালের এপ্রিল থেকে ২০১৮ সালের জুন মেয়াদে ফ্লাইওভারটি নির্মাণ করা হবে।
 
একনেক সভা শেষে এক সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ১৫৮ কোটি টাকা ব্যয়ে ফেনীর মহিপালে ৬ লেনের ফ্লাইওভারসহ ১০টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
 
তিনি বলেন, বাগেরহাটে খানজাহান আলী (রহ.) বিমানবন্দরের চূড়ান্ত অনুমোদনও দেওয়া হয়েছে। আশা করছি, সেখানে বিমানবন্দর স্থাপিত হলে সুন্দরবন, ষাটগম্বুজ মসজিদ এবং খানজাহান আলীর মাজারকে কেন্দ্র করে পর্যটন শিল্প প্রসারিত হবে।
 
বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, মে ০৫, ২০১৫
এমআইএস/টিআই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।