ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৪ দিন পর সোনামসজিদ স্থলবন্দরে ট্রাক চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, মে ৬, ২০১৫
৪ দিন পর সোনামসজিদ স্থলবন্দরে ট্রাক চলাচল শুরু ফাইল ফটো

চাঁপাইনবাবগঞ্জ: চার দিন বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর বর্জনের ঘোষণা প্রত্যাহার করেছে ট্রাক মালিক গ্রুপ ও মোটর শ্রমিক ইউনিয়ন।

বুধবার (৬ মে) দুপুর আড়াইটার দিকে সমস্যা সমাধানকল্পে শিবগঞ্জ উপজেলা হলরুমে অনুষ্ঠিত সভা শেষে তারা এই কর্মসূচি প্রত্যাহার করে নেন।



সভায় বন্দর সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের ১৪ জন প্রতিনিধির সমন্বয়ে একটি কমিটি গঠন করে উদ্ভুত সমস্যা সমাধানের দায়িত্ব দেওয়া হয়। এই কমিটিতে ট্রাক মালিক গ্রুপ ও মোটর শ্রমিক ইউনিয়নের চারজন প্রতিনিধিকে রাখা হয়েছে।

আগামী সাতদিনের মধ্যে উক্ত কমিটিকে আলোচনা সাপেক্ষে সব সমস্যা সমাধানের ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ইরতিজা আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন, আমাদানি-রফতানিকারক গ্রুপ, শ্রমিক সমন্বয় কমিটিসহ বন্দর সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, মে ০৬, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।