ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ফরিদপুর ডায়াবেটিক-কে ডাচ-বাংলার ১০ কোটি টাকা অনুদান

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, মে ৭, ২০১৫
ফরিদপুর ডায়াবেটিক-কে ডাচ-বাংলার ১০ কোটি টাকা অনুদান

ঢাকা: ফরিদপুর ডায়াবেটিক সমিতিকে বেসরকারিখাতের ডাচ-বাংলা ব্যাংক ১০ কোটি টাকা অনুদান দিয়েছে। এ টাকা দিয়ে ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ ও হাসপাতালের সম্প্রসারিত ভবনের ১২তলা থেকে ১৬তলা পর্যন্ত মোট ৫তলা নির্মাণের ব্যয় বহন করা হবে।



এ উপলক্ষে বুধবার(৬ মে’২০১৫) ব্যাংকের প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়।

ফরিদপুর ডায়াবেটিক সমিতির সভাপতি ও ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজের পরিচালনা পরিষদের চেয়ারম্যান মীর নাসির হোসেন এবং ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।

অন্যদের মধ্যে ফরিদপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ আব্দুস সামাদ, যুগ্ম সম্পাদক মো. আতিয়ার রহমান এবং ডাচ-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন, মো. সাইদুল হাসান ও খান তরিকুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, মে ০৭, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।