ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শ্রীবরদীতে অগ্রণী ব্যাংকের ৯২৪ তম শাখা উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, মে ৭, ২০১৫
শ্রীবরদীতে অগ্রণী ব্যাংকের ৯২৪ তম শাখা উদ্বোধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শেরপুর: দেশ ও জাতির সেবায় প্রতিশ্রুতিবদ্ধ- এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদী উপজেলার পৌর শহরের মোল্লা র্মাকেটের দোতলায় অগ্রণী ব্যাংক লিমিটেডের ৯২৪ তম শাখার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) দুপুর ১২টার দিকে এ শাখার উদ্বোধন করেন

অগ্রণী ব্যাংক লিঃ এর পরিচালক(ডিরেক্টর) এবিএম কামারুল ইসলাম।



এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অগ্রণী ব্যাংক লিঃ এর উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) কাজী ছানাউল হক।
 
সম্মানিত অতিথি হিসেবে শ্রীবরদী পৌরসভার মেয়র মো. আব্দুল হাকিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ-আল-মামুন দুলাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোতাহারুল ইসলাম লিটন।
 
অগ্রণী ব্যাংকের ময়মনসিংহ সার্কেলের মহাব্যবস্থাপক (জিএম) মো. হরমুজ মিয়ার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন- অগ্রণী ব্যাংক লিঃ এর সহকরী-মহাব্যবস্থাপক (এজিএম) ও শেরপুর জোনের প্রধান সুরঞ্জন কুমার রায়, এ ছাড়াও অনুষ্ঠানে শেরপুর জোনাল অফিসের প্রিন্সিপাল অফিসার জাকিউল ইসলাম, তিনআনী বাজার শাখার ব্যবস্থাপক মোহামদ ফারুক আহাম্মদ, নতুন শাখার ব্যবস্থাপক মো.আরিফুর রহমানসহ ব্যাংকের বিভিন্ন শ্রেণির কর্মকর্তা ও কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন শেরপুর সদর শাখার কর্মকর্তা (ক্যাশ) মিস শারমীন বানূ।
 
এর পর ফিতা কেটে শ্রীবরদীতে অগ্রণী ব্যাংক লিঃ এর ৯২৪ তম  শাখার উদ্বোধন করেন প্রধান অতিথি।
                                                 
বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, মে ০৭, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।