ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আল-আরাফাহ্ ব্যাংকে ‘শরিয়াহ্ ইমপ্লিমেন্টেশন’ কর্মশালা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, মে ৯, ২০১৫
আল-আরাফাহ্ ব্যাংকে ‘শরিয়াহ্ ইমপ্লিমেন্টেশন’ কর্মশালা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ‘শরিয়াহ্ ইমপ্লিমেন্টেশন ইন এআইবিএল’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৯ মে) ব্যাংকের ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান বদিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন।



বদিউর রহমান বলেন, প্রতিটি বিনিয়োগের ক্ষেত্রে দায়িত্বশীল কর্মকর্তাদের সততা, একনিষ্ঠতা এবং বিচক্ষণতার পাশাপাশি শরিয়াহ্ পরিপালন নিশ্চিত করতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রিন্সিপাল নুরুল ইসলাম খলিফা সভাপতি হিসেবে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন।

এরপর ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সদস্য মুফ্তী মুঈনুল ইসলাম এবং সচিব মো. আব্দুর রহীম খাঁন এ সময় বিষয়ভিত্তিক আলোচনা করেন।

এতে ব্যাংকের নির্ধারিত শাখা ও ঢাকা সেন্ট্রাল জোনের দ্বিতীয় কর্মকর্তা, বিনিয়োগ ও বৈদেশিক বাণিজ্য ডেস্কের কর্মকর্তারা অংশ নেন।

এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, মে ০৯, ২০১৫
এটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।