ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মানসম্পন্ন পণ্যের মাধ্যমে বিশ্ববাজারে অবস্থান তৈরির তাগিদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৫ ঘণ্টা, মে ৯, ২০১৫
মানসম্পন্ন পণ্যের মাধ্যমে বিশ্ববাজারে অবস্থান তৈরির তাগিদ

ঢাকা: আন্তর্জাতিক ক্ষেত্রে ফেয়ারট্রেড বা সুষ্ঠু বাণিজ্য ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে উন্নয়নশীল দেশগুলো বেশি উপকৃত হবে। তবে সুষ্ঠু বাণিজ্যের দাবি তোলার আগে নিজেদেরকে বিশ্ববাজারে সুপ্রতিষ্ঠিত করতে হবে।



যোগ্য প্রতিযোগী হিসেবে গড়ে তুলতে হলে যেসব পণ্য বিশ্ববাজারে পৌঁছায়, সেগুলোর মান উন্নয়ন করতে হবে। একইসঙ্গে দাম সহনীয় মাত্রায় রাখতে হবে। নিজেদেরকে বিশ্ববাজারের যোগ্য প্রতিযোগী হিসেবে দাঁড় করাতে পারলে ফেয়ারট্রেডও প্রতিষ্ঠিত হবে।

শনিবার (০৯ মে) রাজধানীর একটি হোটেলে ‘ওয়ার্ল্ড ফেয়ারট্রেড ডে’ উপলক্ষে আয়োজিত সেমিনারে বক্তারা এ কথা বলেন। আইন সহায়তা ফার্ম ‘রহমানস চেম্বার’ আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিচারপতি এএফএম আব্দুর রহমান।

ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের (আইসি) প্রেসিডেন্ট মাহবুবুর রহমানের পরিচালনায় সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের (বিয়াক) প্রধান নির্বাহী ড. তৌফিক আলী, বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আলী আহমেদ ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মঞ্জুর হাসান ভূঁইয়া।

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফারুক রহমান।

বিচারপতি এএফএম হাবিবুর রহমান বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাণিজ্য করতে বিশ্ব বাণিজ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের আইন করতে হবে। পৃথক বাণিজ্য কোড থাকতে হবে। অন্যদিকে দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে বাণিজ্য সংক্রান্ত মামলা নিষ্পত্তি করতে হবে। এজন্য পৃথক বেঞ্চ করা যেতে পারে বলে মনে করেন তিনি।

সেমিনারে বক্তার বলেন, অর্থনৈতিকভাবে পশ্চাদপদদের জন্য সুযোগ তৈরি, স্বচ্ছতা ও জবাবদিহিতা, সুষ্ঠু বাণিজ্য পরিচালনা, সঠিক দাম, শিশুশ্রম না থাকা, বৈষম্য দূর করাই ফেয়ারট্রেডের প্রধান উদ্দেশ্য। এছাড়া কাজের সঠিক পরিবেশ তৈরি, দক্ষতা তৈরি ও উন্নয়ন, সুষ্ঠু বাণিজ্যের প্রসার এবং পরিবেশকে বিবেচনায় নিয়ে কাজ করাও এ ধরনের বাণিজ্যের অন্যতম প্রধান লক্ষ্য।

প্রতিবছর মে মাসের দ্বিতীয় শনিবার ওয়ার্ল্ড ফেয়ারট্রেড ডে পালিত হয়। এ বছরই প্রথমবারের মতো বাংলাদেশে দিবসটি পালিত হলো।

বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, মে ০৯, ২০১৫
এসই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।