ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রোটিনা এইচ এম ফুড-কে মিডল্যান্ড ব্যাংকের আর্থিক সহায়তা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, মে ১০, ২০১৫
প্রোটিনা এইচ এম ফুড-কে মিডল্যান্ড ব্যাংকের আর্থিক সহায়তা

ঢাকা: ডায়াবেটিক ও ফাংশনাল ফুড প্রস্তুতকারী প্রতিষ্ঠন, প্রোটিনা এইচ এম ফুড-কে আর্থিক সহায়তা দিয়েছে বেসরকারিখাতের মিডল্যান্ড ব্যাংক লিমিটেড।

সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে (সিএসআর) সম্পৃক্ততার অংশ হিসেবে ব্যাংকটি এই  আর্থিক সহায়তা দেয়।



গত ৬ই মে, ২০১৫ ইং তারিখে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রোটিনা এইচ এম ফুড -এর প্রোপ্রাইটর মাসুদা ইসলামকে আর্থিক সহায়তার চেকটি হস্তান্তর করেন মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ আহসান-উজ জামান ।

এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবির, প্রধান তথ্য কর্মকর্তা মুহাম্মাদ এইচ. কাফী, হেড অব ইমার্জিং ক্রেডিট মোহাম্মদ ইকবালসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উক্ত উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, মে ১০, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।