ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রাইভেট ইপিজেডের সমস্যা সমাধানের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, মে ১০, ২০১৫
প্রাইভেট ইপিজেডের সমস্যা সমাধানের নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: ব্যক্তি মালিকানাধীন (প্রাইভেট) দুটি রফতানি প্রক্রিয়াজাতকরণ এলাকা (ইপিজেড) চালু করার ক্ষেত্রে যে যে সমস্যা বিদ্যমান, তা দ্রুত সমাধানের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার বোর্ড অব গভর্নরস অব দ্য বাংলাদেশ প্রাইভেট এক্সপোর্ট প্রসেসিং জোনের (বিপিইপিজেড) ১৮তম সভায় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ নির্দেশ দেন।



প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি এ.কে.এম. শামীম চৌধুরী জানান, রোববারের সভায় দেশের ব্যক্তিমালিকানাধীন দুটি রফতানি প্রক্রিয়াজাতকরণ এলাকা (ইপিজেড) চালু করার ক্ষেত্রে যে  সমস্যা রয়েছে, তা পর্যালোচনা করা হয়। এ সব সমস্যা পর্যালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা দ্রুত সমাধানের নির্দেশ দিয়েছেন।

তিনি জানান, ইপিজেড দুটি হচ্ছে- কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও রাঙ্গুনিয়া এক্সপোর্ট প্রসেসিং জোন।

সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ,  নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান,  বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান এস এ সামাদ, শ্রম আইন ও জ্বালানি প্রতিমন্ত্রী নাসিরুল হামিদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, মে ১০, ২০১৫
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।