ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আশাকে পুরস্কৃত করল ন্যাশনাল ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়ন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, মে ১০, ২০১৫
আশাকে পুরস্কৃত করল ন্যাশনাল ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়ন

ঢাকা: ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স সেবা দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ এনজিও আশাকে পুরস্কৃত করলো ন্যাশনাল ব্যাংক লি. ও ওয়েস্টার্ন ইউনিয়ন মানি ট্রান্সফার।

রোববার (১০ মে) ন্যাশনাল ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুল হামীদ সোহাগ স্বাক্ষরিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।



সম্প্রতি রাজধানীর ওয়েস্টিন হোটেলে এক বিশেষ অনুষ্ঠানের  মাধ্যমে ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শামসুল হুদা খান আশা’র প্রেসিডেন্ট শফিকুল হক চৌধুরীর হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন।

এসময় ন্যাশনাল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. বদিউল আলম ও উপ ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ বারিকুল্লাহ্ এবং আশা’র সিনিয়র ডেপুটি প্রেসিডেন্ট এম আব্দুল আজিজসহ তিনটি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, মে ১০, ২০১৫
এসই/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।