ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিনিয়োগ বাড়াতে আগ্রহী কানাডা

ডিপ্লোম্যাটিক অ্যাফিয়ার্স এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, মে ১৯, ২০১৫
বিনিয়োগ বাড়াতে আগ্রহী কানাডা

ঢাকা: বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে কানাডা। একই সঙ্গে বাংলাদেশের উন্নয়নে অবদানের মাধ্যমে দুই দেশের কূটনীতিক সম্পর্ক আরও জোরদার করতে চায় দেশটি।



মঙ্গলবার (১৯ মে) সকালে কানাডার পররাষ্ট্রমন্ত্রী রব নিকলসন এক চিঠিতে পররাষ্ট্র মন্ত্রী এএইচ মাহমুদ আলীকে এ আগ্রহের কথা জানিয়েছেন।

সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাতকালে ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার ‍বেনোয়া পিয়েরে লারামি এএইচ মাহমুদ আলীর কাছে চিঠিটি হস্তান্তর করেন।

চিঠিতে রব নিকলসন আশা করেন, বাংলাদেশ-কানাডার মধ্যে যে বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক বিদ্যমান আছে তা ভবিষ্যতে চলমান উন্নয়ন সহযোগিতা, ব্যবসা ও বিনিয়োগ বাড়ানো এবং আন্তঃযোগাযোগ বৃদ্ধির মাধ্যমে আরও সুদূঢ় হবে।

একই সঙ্গে বাংলাদেশের অব্যাহত গণতান্ত্রিক, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের যথেষ্ট প্রশংসা করেন তিনি।

ঢাকা সফরের আমন্ত্রণ জানানোর জন্য পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান রব নিকলসন।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, মে ১৯, ২০১৫
কেজেড/এমএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।