ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রাক বাজেট আলোচনা

সিলেটে যাচ্ছেন অর্থমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, মে ১৯, ২০১৫
সিলেটে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত

সিলেট: ২০১৫-১৬ অর্থবছরের প্রাক বাজেট বিষয়ক আলোচনায় অংশ নিতে সিলেট আসছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আলোচনার অয়োজক সিলেট জেলা প্রশাসন ও চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ।



বৃহস্পতিবার (২১ মে) বিকেল ৫টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী।

সংসদ সদস্য, স্থানীয় সরকার প্রতিনিধি, রাজনীতিবিদ, ব্যবসায়ী-শিল্পপতি, শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাদের নিয়ে ২০১৫-১৬ অর্থবছরের এ বাজেট সংক্রান্ত আলোচনা অনুষ্ঠিত হবে।

এর আগে, বিকেল ৪টায় সিলেট জেলা স্টেডিয়ামে জাকির কোরেশী স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট-২০১৫ এর চ‍ূড়ান্ত খেলা উপভোগ ও পুরস্কার বিরতণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রী।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, মে ১৯, ২০১৫
এনইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।