ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিরাজগঞ্জে শিল্পপার্ক নির্মাণে প্রকল্প অনুমোদন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, মে ১২, ২০১৫
সিরাজগঞ্জে শিল্পপার্ক নির্মাণে প্রকল্প অনুমোদন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে শিল্পপার্ক নির্মাণের জন্য ৩৫২ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে পরিকল্পনা কমিশন।

মঙ্গলবার (১২ মে) সকালে পরিকল্পনা কমিশনের সভায় এ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।



সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না বিকেলে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আগামী সপ্তাহে এই প্রকল্পটি একনেকে অনুমোদন দেওয়ার কথা রয়েছে। প্রকল্পটি একনেকের সভায় পাশ হলে নির্মাণকাজ শুরু হবে।

তিনি বলেন, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে যমুনা নদীর তীরে শিল্পপার্কের প্রাথমিক কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। প্রকল্পটির সম্পূর্ণ অর্থ পাওয়া গেলে দ্রুত সময়ের মধ্যে এটি বাস্তবায়ন করা হবে।

১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সিরাজগঞ্জসহ উত্তরাঞ্চলের বেকারত্ব দুরীকরণের লক্ষ্যে শিল্পপার্কের নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ওই সময়ে প্রাথমিক কাজ সম্পন্ন করে ১৯৯৮ সালে সিরাজগঞ্জ শিল্পপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, মে ১২, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।