ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জিনস থেকে আয় হবে সাত বিলিয়ন ডলার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৩ ঘণ্টা, মে ১৩, ২০১৫
জিনস থেকে আয় হবে সাত বিলিয়ন ডলার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম

ঢাকা: আগামী ছয় বছরে জিনস থেকে সাত বিলিয়ন ডলার আয় হবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় রাজধানীর রেডিসন হোটেলে ডেনিম এক্সপো’র দু’দিনব্যাপী প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।



প্রতিমন্ত্রী বলেন, সব সমস্যাকে পেছনে ফেলে দেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ বৈদেশিক রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৫০ বিলিয়ন ডলার। বর্তমানে প্রতি বছর ২.৫ বিলিয়ন ডলারের জিনস রফতানি হচ্ছে। এই পরিমাণ বৃদ্ধি করতে হবে আমাদের।
এ সময় ডেনিমের সাত বিলিয়ন ডলারের রফতানি প্রতিশ্রুতিকে সাধুবাদ জানান প্রতিমন্ত্রী।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, বাণিজ্য সচিব হেদায়েতউল্লাহ মামুন, ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার গ্রেগ উইলকক, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ক্রিস্টিনা ফোস, বিজিএমইএ’র সভাপতি আতিকুল ইসলাম, ডেনিম এক্সপার্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং ডেনিমের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোস্তাফিজ উদ্দিন।

মোস্তাফিজ উদ্দিন জানান, বাংলাদেশে শুধু ডেনিমের প্রসার’ই নয় বরং ভাল ব্যবসায় উৎসাহ প্রদান করা এ প্রদর্শনীর উদ্দেশ্য।

প্রদর্শনীতে আয়োজক বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, স্পেন, জাপান, ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, তুরস্ক, চীন, সান মারিনোর ২৫টি ডেনিম ও জিনস উৎপাদনকারী প্রতিষ্ঠান অংশ নেয়। এছাড়াও এ প্রদর্শনীতে ইউরোপ, আমেরিকা ও যুক্তরাজ্যের প্রতিষ্ঠিত গার্মেন্টস উদ্যোক্তা ও ব্যবসায়ীরা অংশ নেয়। প্রদর্শনীর পাশাপাশি বিভিন্ন বিষয়ের ওপর চারটি সেমিনারের আয়োজন করা হয়।

বর্তমানে বাংলাদেশ ইউরোপের বাজারে দ্বিতীয় এবং যুক্তরাষ্ট্রের বাজারে তৃতীয় বৃহত্তম ডেনিম রফতানিকারক দেশ। বিশ্বের ৪০০টি ডেনিম উৎপাদনকারী প্রতিষ্ঠান বছরে ১৮০ মিলিয়ন পিস ডেনিম জিনস তৈরি করে। বাংলাদেশের ২৫টি ডেনিম উৎপাদনকারী প্রতিষ্ঠানে বিনিয়োগ রয়েছে প্রায় ৮৩৪ মিলিয়ন ইউএস ডলার। চলতি বছরের ১১ ও ১২ নভেম্বর পরবর্তী বাংলাদেশ ডেনিম এক্সপো’র আয়োজন করা হবে বলে জানানো হয়।
 
বাংলাদেশ সময়: ০১৫৪ ঘণ্টা, মে ১৩, ২০১৫
এমএন/এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।