ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আন্তর্জাতিক অঙ্গনে পুরস্কৃত বাংলাদেশের কনকর্ড গার্মেন্টস

অর্থনীতি-ব্যবসা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, মে ১৪, ২০১৫
আন্তর্জাতিক অঙ্গনে পুরস্কৃত বাংলাদেশের কনকর্ড গার্মেন্টস

ঢাকা: সঠিক সময়ে শিপমেন্ট ও অন্যান্য লজিস্টিক সহায়তার জন্য বাংলাদেশের কনকর্ড গার্মেন্টসকে পুরস্কৃত করেছে গ্লোবাল ব্র্যান্ড পি ভি এইচ।

সম্প্রতি থাইল্যান্ডের ফুকেটে আয়োজিত ‘গ্লোবাল ভেনডর সামিট ২০১৫’ শীর্ষক অনুষ্ঠানে কনকর্ড গার্মেন্টসকে ‘গ্লোবাল লজিস্টিকস পার্টনার-সিলভার টায়ার’ পুরস্কারে ভূষিত করা হয়।



কনকর্ড গার্মেন্টসের ম্যানেজিং ডিরেক্টর সাইফুল ইসলামের হাতে পুরস্কার তুলে দেন পি ভি এইচ’র ডিরেক্টর ও কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ) নাজীব আকবর সায়ীদ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পি ভি এইচ’র রিজিওনাল ডিরেক্টর আব্দুল বারি। এছাড়াও কনকর্ড গার্মেন্টসের সিইও কামরুল আহসান ও হেড অব প্রোডাকশন ডোনাল্ড মালিন্থা।

বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, মে ১৪, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।