ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ইফতার বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, জুলাই ৮, ২০১৫
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ইফতার বিতরণ

ঢাকা: পবিত্র রমজান মাসে দেশব্যাপী পথচারী রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড।

মঙ্গলবার (৭ জুলাই) ব্যাংকটির মতিঝিল শাখার তত্ত্বাবধানে রাজধানীর রমনা পার্ক সংলগ্ন এলাকায় ইফতার বিতরণ কর্মসূচি পালিত হয়।



ব্যাংকটির জনসংযোগ কর্মকর্তা জালাল আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার (৮ জুলাই) এ তথ্য জানানো হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পথচারী রোজাদারদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন।

এ সময় ব্যাংকটির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল করিম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও মতিঝিল শাখার ব্যবস্থাপক মো. আব্দুল্লাহ্ আল মামুন, ভাইস প্রেসিডেন্ট মো. সুলতান মাহমুদ এবং অ্যাসিটেন্ট ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদসহ প্রধান কার্যালয় ও মতিঝিল শাখার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ব্যাংকটির দেশব্যাপী ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচির আওতায় ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের সাধারণ পথচারী রোজাদারদের মধ্যে ৭০ হাজারেরও বেশি ইফতার বক্স বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৫
টিআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।