ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলালিংক’র সাশ্রয়ী পকেট ইন্টারনেট প্যাক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, জুলাই ৮, ২০১৫
বাংলালিংক’র সাশ্রয়ী পকেট ইন্টারনেট প্যাক

ঢাকা: গ্রাহকদের জন্য ১ টাকা থেকে ২০ টাকার মধ্যে নতুন ইন্টারনেট প্যাক চালু করেছে বাংলালিংক। এক্ষেত্রে কতটা ব্যয় করতে চান, তার ওপর ভিত্তি করে যেকোনো ইন্টারনেট প্যাক ক্রয় করতে পারবেন গ্রাহক।



এই নতুন এবং সাশ্রয়ী ইন্টারনেট প্যাক গ্রাহকদের, বিশেষ করে ছাত্রদের জন্য সুবিধাজনক। কেবল একটি ডায়াল কোডের মাধ্যমে ইনপুট হিসেবে মূল্য লিখে এ ইন্টারনেট প্যাক ক্রয় করতে পারবেন গ্রাহক। দেশে এ পদ্ধতি বাংলা লিংকই প্রথম চালু করলো।

এ পকেট ইন্টারনেট প্যাক ক্রয় করতে বাংলালিংক গ্রাহককে *৫০০০*৬০০# নম্বরে ডায়াল করতে হবে। এরপর প্রয়োজনীয় মূল্যের ইনপুট নিশ্চিত করার পরই ইন্টারনেট প্যাক অ্যাকটিভেট হবে। শিগগিরই বাংলালিংক ওয়েবসাইট থেকেও গ্রাহকরা এ ইন্টারনেট প্যাক কিনতে পারবেন।

বাংলালিংকের মার্কেটিংয়ের সিনিয়র ডিরেক্টর সোলায়মান আলম বলেন, গ্রাহকদের জন্য সামর্থ্য ও সুবিধার সমন্বয় নিশ্চিত করতে চায় বাংলালিংক। এ নতুন পকেট ইন্টারনেট প্যাকের মাধ্যমে গ্রাহকরা ইন্টারনেট প্যাক সাবস্ক্রিপশন সম্পর্কিত ঝামেলা থেকে মুক্ত হবেন। এছাড়া এর মাধ্যমে তারা পছন্দসই ইন্টারনেট প্যাক খুব সহজেই অ্যাকটিভেট করতে পারবেন।    

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৫
বিজ্ঞপ্তি/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।