ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বৃষ্টিতে চরম বিপাকে ফুটপাত ব্যবসায়ীরা

নাজিম উদ্দিন খান লিয়ন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, জুলাই ৯, ২০১৫
বৃষ্টিতে চরম বিপাকে ফুটপাত ব্যবসায়ীরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কখনো প্রবল বেগে আবার কখনো টিপটিপ করে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির কারণে চরম বিপাকে পড়েছেন ঈদকে সামনে রেখে ফুটপাতে দোকান পাতানো ব্যবসায়ীরা।



ঈদের বাকি আর মাত্র কয়েকদিন। ঈদের এই সমময়টাতে ফুটপাতের ব্যবসায়ীরা যেখানে দম ফেলার ফুসরত না পওয়ার কথা সেখানে প্রায় অবসর সময় পার করছেন তারা। এর কারণ একটাই সেটা হলো বৃষ্টি।

বৃহস্পতিবার (০৯ জুলাই) সকালে রাজধানীর জুরাইন, যাত্রাবাড়ী, টিকাটুলি,গুলিস্তানের হকার মার্কেটগুলো ঘুরে ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে।

যাত্রাবাড়ী সামাদ সুপার মার্কেটের  ফুটপাত ব্যবসায়ী আলী হোসেন বাংলানিউজকে বলেন, প্রতিবছর ঈদের এই সময়টাতে দম ফেলানের ফুসরত পাইনি। কিন্তু এ বছর বৃষ্টির কারণে দোকানই খুলতে পারছি না। বৃষ্টি একটু থামলে দোকান খোলার চেষ্টা করি। কিন্তু খুলতে না খুলতেই আবার শুরু হয়ে যায় বৃষ্টি, কখনো মুষলধারে আবার কখনো টিপটিপ।   দোকানই খুলতে পারছি না কাস্টমার আসবে কিভাবে।

টিকাটুলির ফুটপাত ব্যবসায়ী জমির আলী বাংলানিউজকে বলেন, ঈদের আগ মুহূর্তে ধার করে দোকানে লাখ টাকার মাল তুলেছি। চিন্তা করছি মাল বেইচ্চা মালিকের টাকা দিয়া দিমু। কিন্তু এভাবে চলতে থাকলে মহাবিপদে পইড়া যামু ভাই। বেচা না হইলে ঈদের পরে মালিকরে ট্যাকা দিমু কই থেইক্যা। এখন আমাগো কান্দন ছাড়া কোনো উপায় নাই।

 এসব এলাকা ছাড়াও রাজধানীর মধ্যবাড্ডা, উত্তর বাড্ডা এলাকাগুলো ঘুরে দেখা যায়  এসব এলাকার প্রতিটি মার্কেটের ফুটপাতের দোকানগুলো বৃষ্টির কারণে বন্ধ রয়েছে।

বৃষ্টির কারণে দোকানের মালপত্র পলিথিন দিয়ে ঢেকে রেখে মার্কেটের এক দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন রাজধানীর মধ্যবাড্ডার হাজী নূর নবী মার্কেটে ফুটপাতের ব্যবসায়ী সোলায়মান শেখ। কথা হলো তার সঙ্গে।

তিনি বাংলানিউজকে বলেন,  ভাই বৃষ্টিটা আমাগো পথে বসায় দিতাছে। শুনছি এই রহম বৃষ্টি নাকি আরো তিন- চারদিন থাকবো। এমন হইলেতো আমরা শেষ হইয়া যামু। কালকা থেইক্যা বেচাকিনা একদম নাই।   আজকাও সকাল থেইক্যা বৃষ্টি থামছেই না। সকালে একবার দোকান খুলেছিলাম, কিন্তু বৃষ্টির জন্য বন্ধ করে রাখতে হয়েছে। দোকান খুলতে না পারলে ব্যবসা করুম ক্যামনে। এই বৃষ্টি আমাগো শেষ কইরা দিতাছে।

সকাল থেকে এখন পর্যন্ত ( ১১টা) কতটাকা বিক্রি করেছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সকাল থেকে দোকানই বন্ধ বেচুম ক্যামনে। এখন পর্যন্ত কোনো কেনাবেচাই করতে পারিনি।

দেশের দক্ষিণাংশ ও উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় বুধবার (০৮ জুলাই) রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। যা আরও দুই থেকে তিনদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বাংলাদেশধ: ১৩১৫ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৫
এলকে/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।