ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাজধানীতে ওরিয়ন ফুটওয়্যারের আরও একটি আউটলেট

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, জুলাই ৯, ২০১৫
রাজধানীতে ওরিয়ন ফুটওয়্যারের আরও একটি আউটলেট

ঢাকা: রাজধানীর যমুনা ফিউচার পার্কের তৃতীয়তলায় ওরিয়ন ফুটওয়্যারের নবম আউটলেটের উদ্বোধন করা হয়েছে।

বুধবার(৮ জুলাই’২০১৫)এ আউটলেটের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন মোল্লা।



অনুষ্ঠানে ওরিয়ন গ্রুপের অ্যাডমিন ম্যানেজার সাজেদ করিম, হিউম্যান রিসোর্সেস ম্যানেজার ফয়সাল আর ফেরদৌস, অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স ম্যানেজার সুজিত কুমার সাহা এবং ওরিয়ন ফুটওয়্যার লিমিটেডের সিনিয়র মার্চেন্ডাইজিং ম্যানেজার আরেফা হুসেইন, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মোহাম্মদ মিনহাজ উদ্দিন, রিটেইল অপারেশন ম্যানেজার এম এম ই এলাহী আনসারীসহ কোম্পানির অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বছর আরো ১০-১৫টি আউটলেট উদ্বোধনের মধ্য দিয়ে দেশব্যাপী তাদের রিটেইল নেটওয়ার্ক আরো বিস্তৃত করার পরিকল্পনা নেয়া হয়েছে বলেও জানানো হয়।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৫
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।