ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রাণ ডেইরির সর্বোচ্চ ভ্যাটদাতার সম্মাননা লাভ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, জুলাই ১২, ২০১৫
প্রাণ ডেইরির সর্বোচ্চ ভ্যাটদাতার সম্মাননা লাভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ২০১৩-১৪ অর্থবছরে জেলা পর্যায়ে উৎপাদন খাতে সর্বোচ্চ মূল্য সংযোজন কর বা ভ্যাট প্রদানকারীর পুরস্কার পেয়েছে প্রাণ ডেইরি লিমিটেড।

রোববার (১২ জুলাই,২০১৫) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (হিসাব) চৌধুরী আতিউর রসুল এর হাতে সর্বোচ্চ ভ্যাটদাতার সম্মাননা পদক তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, এমপি।

 

জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ফরিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মসিউর রহমান, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক ও এফবিসিসিআই এর সভাপতি আব্দুল মাতলুব আহমেদ।  

উৎপাদন, সেবা ও ব্যবসায় - এই তিন ক্যাটাগরিতে জাতীয় ও জেলা পর্যায়ে সর্বোচ্চ মূল্য সংযোজন কর প্রদানকারী প্রতিষ্ঠানকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী হিসেবে নির্বাচিত প্রতিষ্ঠানের নাম ঠিকানা সরকারি গেজেট বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়।  

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, জুলাই ১২, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।