ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রোজাদারদের মাঝে আল-আরাফাহর ইফতার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৫
রোজাদারদের মাঝে আল-আরাফাহর ইফতার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পবিত্র রমজান মাসে দেশব্যাপী পথযাত্রী রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড।

এ কার্যক্রমের অংশ হিসেবে ১২ জুলাই (রোববার) ব্যাংকের রামপুরা শাখার তত্ত্বাবধানে রামপুরা ও মালিবাগ সংলগ্ন এলাকায় ইফতার বিতরণ কর্মসূচি পালিত হয়।



ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল করিম প্রধান অতিথি হিসেবে ইফতার বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. জাকির হোসেন, মো. মাজেদুর রহমান, ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুল্লাহ্ আল মামুন, রামপুরা শাখার ব্যবস্থাপক মো. আমিনরু রহমান এবং দ্বিতীয় কর্মকর্তা ইসমাইল হোসেন।

দেশব্যাপী ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচীর আওতায় ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের জনসমাগমপূর্ণ এলাকায় রোজাদারদের মাঝে ৭০ হাজারেরও বেশি ইফতার বক্স বিতরণ করছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৫
পিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।