ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

খুলনায় রাষ্ট্রায়ত্ত ৭ পাটকলে অনির্দিষ্টকালের ধর্মঘট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৫
খুলনায় রাষ্ট্রায়ত্ত ৭ পাটকলে অনির্দিষ্টকালের ধর্মঘট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

খুলনা: বেতন ও ঈদ বোনাসসস পাঁচ দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছেন খুলনার রাষ্ট্রায়ত্ত ৭ পাটকলের শ্রমিকেরা।

বাংলাদেশ রাষ্ট্রায়ত্ব জুট মিল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের আহ্বায়ক সোহরাব হোসেন মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ২টায় ক্রিসেন্ট জুট মিলের এক গেট সভা থেকে এ ধর্মঘটের ডাক দেন।



অনির্দিষ্টকালের ধর্মঘটের ফলে এসব পাটকলে উৎপাদন বন্ধ রয়েছে। পাটকলগুলো হলো- খুলনার ক্রিসেন্ট, প্লাটিনাম, স্টার, আলীম, ইস্টার্ন জুটমিল এবং যশোরের জেআই ও কার্পেটিং জুটমিল।

বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের সদস্য সচিব এস এম জাকির হোসেন বাংলানিউজকে বলেন, বেতন বোনাস না পেয়ে খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকলে চরম শ্রমিক অসন্তোষ সৃষ্টি হয়েছে। ৫৫ হাজার শ্রমিক-কর্মচারীদের মধ্যে নেমে এসেছে হতাশা। সেই সঙ্গে পাওনা আদায়ে ফুঁসে উঠেছেন তারা।

তিনি আরও বলেন, কয়েকদিন আগে বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিকের সঙ্গে ঐক্য পরিষদের বৈঠক হয়। বৈঠকে মন্ত্রী ঈদের আগে সব বকেয়া পরিশোধের আশ্বাস দেন। কিন্তু মন্ত্রীর সে আশ্বাস বাস্তবায়ন না হওয়ায় আমরা এ ধর্মঘটের ডাক দিয়েছি।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৫
এমআরএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।