ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ওয়াটারক্রেস রেস্টুরেন্টে এয়ারটেলের বিশেষ ছাড়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৫
ওয়াটারক্রেস রেস্টুরেন্টে এয়ারটেলের বিশেষ ছাড় ছবি: সংগৃহীত

ঢাকা: টেলিকম অপারেটর এয়ারটেল বাংলাদেশ লিমিটেড রাজধানীর ওয়াটারক্রেস রেস্টুরেন্টের সাথে কর্পোরেট চুক্তি সই করেছে।

রাজধানীর তেজগাঁওয়ে শান্তা ওয়েস্টার্ন টাওয়ারে ওয়াটারক্রেস রেস্টুরেন্টে মঙ্গলবার (১৪ জুলাই) চুক্তি সই হয়।



চুক্তি অনুযায়ী, এয়ারটেল ফেভারিটস এবং এয়ারটেল কর্মকর্তারা ওয়াটারক্রেস রেস্টুরেন্টের সকল মেনুতে পাবেন ফ্ল্যাট ১২ শতাংশ ছাড়। এয়ারটেল ফেভারিটস এবং এয়ারটেল কর্মকর্তারা এখন থেকেই এই ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন।

এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের চিফ সার্ভিস অফিসার রুবাবা দৌলা, হাই ভ্যালু সার্ভিস এক্সপেরিয়েন্স ম্যানেজার মোহাম্মদ আজমত উল্লাহ খান, কর্পোরেট রিলেশনশিপ ম্যানেজার হাফিজা রহমান, জোনাল কর্পোরেট সার্ভিস ম্যানেজার সায়দুল হক চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ওয়াটারক্রেস রেস্টুরেন্টের পক্ষে উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর শেখ আফতাব আহমেদ, এজিএম অ্যান্ড হেড অফ অপারেশনস এম রেদওয়ান জিনান সিদ্দিকী, সিএসসিএ; মার্কেটিং সিনিয়র এক্সিকিউটিভ রাইয়ান জামান, কর্পোরেট সেলস এক্সিকিউটিভ অ্যান্ড পিআর লিসা চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জুলাই’২০১৫
এমআইএইচ/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।