ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অস্ট্রেলিয়ার সঙ্গে বিএফআইইউ’র চুক্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৫
অস্ট্রেলিয়ার সঙ্গে বিএফআইইউ’র চুক্তি ছবি: সংগৃহীত

ঢাকা: অর্থ পাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন সম্পর্কিত তথ্য আদান প্রদানের জন্য বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সঙ্গে অস্টেলিয়ান ট্রাঙ্কজেকশ রিপোর্টস অ্যান্ড অ্যানালাইসিস সেন্টারের (অসট্র্যক) সমঝোতা চুক্তি করেছে।

মঙ্গলবার (১৪ জুলাই) নিউজিল্যান্ডের অকল্যান্ডে এ চুক্তি স্বাক্ষর হয়।



নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন বিএফআইইউ মহাব্যবস্থাপক ও অপারেশনাল হেড মোঃ নাসিরুজ্জামান এবং অসট্র্যকের প্রধান নির্বাহী কর্মকর্তা পাল জেভটোভিক।

অনুষ্ঠানে দুদক কমিশনার ডঃ নাসিরুদ্দীন আহমেদ, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ডঃ এম আসলাম আলম, সংসদ বিষয়ক বিভাগের সচিব মোহাম্মদ শহিদুল হক, উপ মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মো: সাইফুল আলম, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী এবং বিএফআইইউ’র সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তির মাধ্যমে বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়ার অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন বিষয়ক তথ্য আদান প্রদান আরো সহজ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

নিউজিল্যান্ডের অকল্যান্ডে ১২ জুলাই শুরু হওয়া ৬দিন ব্যাপী এশিয়া প্যাসিফিক গ্রুপ অন মানিলন্ডারিং (এপিজি) এর ১৮তম বার্ষিক সভা চলছে। এই সভাতেই মঙ্গলবার চুক্তি হয়।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জুলাই: ১৪, ২০১৫
এসই/কেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।