ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাসাবোয় ইলেক্ট্রো মার্টের সেলস সেন্টার

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
বাসাবোয় ইলেক্ট্রো মার্টের সেলস সেন্টার ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকার বাসাবো এলাকায় ইলেকট্রনিক্স বাজারজাতকারী প্রতিষ্ঠান ইলেক্ট্রো মার্ট লিমিটেডের নতুন সেলস অ্যান্ড ডিসপ্লে সেন্টারের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার(১৫ জুলাই’২০১৫) প্রতিষ্ঠানের চেয়ারম্যান নুরুন নেওয়াজ সেলিম এ সেন্টারের উদ্বোধন করেন।



ইলেক্ট্রো মার্ট লি. দীর্ঘদিন ধরে বিশ্বখ্যাত বিভিন্ন ব্র্যান্ড যেমন: কনকা, গ্রী, হাইকো, মাইডিয়া, দাইকিন, ট্রেন, স্যামসাং, ফিলিপস, ফর্বস, সিমফনি, হানিওয়েল ইত্যাদি ব্র্যন্ডের এয়ার কন্ডিশনার, এলইডি টিভি, ফ্রিজ, হোম অ্যাপ্লায়েন্স, কিচেন অ্যাপ্লায়েন্স, ওয়াটার পিউরিফায়ার, বিউটি কেয়ার ও গ্রুমিংসহ সব ধরনের ইলেকট্রনিক্স পণ্য বাজারজাত করে আসছে।

রাজধানীর সবুজবাগ এলাকার মধ্য বাসাবো টেম্পোস্ট্যান্ড সংলগ্ন এই নতুন শোরুমে ইলেক্ট্রো মার্টের পরিবেশিত এসব ব্র্যান্ডের সব পণ্যই পাওয়া যাবে।

উদ্বোধন উপলক্ষে বিভিন্ন পণ্যের সঙ্গে রয়েছে ১৫ শতাংশ পর্যন্ত বিশেষ ডিসকাউন্টের সুযোগ।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে ইলেক্ট্রো মার্ট লিমিটেডের পরিচালক মো. নুরুচ্ছাফা বাবু, মো. নুরুল আফসার, সাজ্জাদ উন নেওয়াজ রাফী ও জিএম-মার্কেটিং মো. ওমর ফারুক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।