ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিডিটিকিটসে ঘরে বসে বাসের টিকিট, নেই প্রিন্টের ঝামেলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
বিডিটিকিটসে ঘরে বসে বাসের টিকিট, নেই প্রিন্টের ঝামেলা

ঢাকা: সময় বাঁচিয়ে, বাস কাউন্টারের সামনে লাইন ধরার ঝামেলা এড়িয়ে দেশের যে কোনো প্রান্ত থেকে বাসের টিকিট কাটার সুযোগ করে দিচ্ছে অনলাইনে টিকিট বিক্রির ওয়েবসাইট বিডিটিকিটস ডটকম।

গত ১৪ জুন বাস মালিক সমিতির সঙ্গে যৌথভাবে সেবাটি চালু করে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড।

এটিকে এখন পর্যন্ত দেশে চালু হওয়া বাসের টিকিট কাটার সবচেয়ে বড় অনলাইন নেটওয়ার্ক বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

এ ওয়েবসাইটের মাধ্যমে যে কেউ পাঁচ শতাধিক রুটের ২২টির বেশি কোম্পানির এসি ও নন-এসি বাসের টিকিট কাটতে পারছেন সহজেই। একই সঙ্গে বিডিটিকিটস একমাত্র রিয়েল টাইম সেবা দিচ্ছে, যেখানে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমের দরকার নেই।

মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করে টিকিটের মূল্য পরিশোধ করা যায়। এছাড়াও ভিসা, মাস্টার কার্ড ও ডিবিবিএল নেক্সাস কার্ডে টিকিটের মূল্য পরিশোধ করা যায়।

এ অনলাইন সেবা প্রসঙ্গে রবি আজিয়াটা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুপুন বীরাসিংহে বলেন, মানুষের প্রতিদিনের ব্যস্ততার মধ্যে টিকিট ক্রয়ে যে ঝামেলা পোহাতে হয়, তা থেকে মুক্তির একটা চেষ্টা করছি। আশা করছি সেবাটি গ্রাহকের উপকারে আসছে।

বিডিটিকিটস’র ওয়েবসাইট সূত্রে জানা গেছে, অনলাইনে টিকিট কাটার সঙ্গে সঙ্গে মোবাইলে এসএমএস এবং ইমেইলে তা চলে আসবে। যা দেখিয়েই বাসে উঠতে পারবেন যাত্রীরা।

টিকিট কেনার পর কোনো কারণে বাস তার যাত্রা বাতিল করলে সম্পূর্ণ টাকা ফেরত পাবেন ক্রেতা। এক্ষেত্রে টিকিটের মূল্য ঠিক যতো বিডিটিকেটস ডটকম ব্যবহারকারীকে ঠিক ততো টাকাই পরিশোধ করতে হবে। তবে ঘরে বসে টিকিট হাতে পেতে গুনতে হবে কিছু অতিরিক্ত অর্থ।

বাস মালিকরা জানান, সেবাটি চালু হওয়ায় গ্রাহকের যেমন উপকারে আসছে, তারাও লাভবান হচ্ছেন।

সেবাটি সাড়া ফেলেছে বলে জানিয়েছেন দেশ ট্রাভেলসের ম্যানেজিং পার্টনার বজলুর রহমান।

বিডিটিকিটস’র পরিবহন পার্টনার হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে ন্যাশনাল ট্রাভেলসের জেনারেল ম্যানেজার কায়সার আহমেদ বিপুল বলেন, ঈদে বিডিটিকিট থেকে ভালোই সাড়া পেয়েছি।

সেন্টমার্টিন পরিবহনের মালিক সালাহউদ্দিন খান বলেন, প্রচারণা বাড়লে ঈদ ছাড়াও অন্য সময় এ সেবার মাধ্যমে অনেক যাত্রী পাবো।

এটিকে রিয়েল টাইম ডিজিটাল টিকিট প্লাটফর্ম বলে অভিহিত করলেন বেসরকারি চাকুরে রাকিব আবদুল্লাহ। তিনি বলেন, টিকিটের জন্য লাইনে না দাঁড়িয়ে অনলাইনে পেলে ভোগান্তি কম।

নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাফা বলেন, আগে অনলাইনে টিকিট করে প্রিন্টের ঝামেলা ছিল, এখন সেই ঝামেলাও নেই। টিকিট কেনা শেষ হলে মোবাইল ফোনে এসএমএস এবং ই-মেইলও চলে আসে। তা দেখিয়েই বাসে ওঠা যায়।

বাসের টিকিট দিয়েই যাত্রা শুরু করা ওয়েবসাইটটি আগামীতে রেল, লঞ্চ ও মুভি দেখার টিকিটও পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
এমআইএইচ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।