ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৯৯ শতাংশ পোশাক কারখানা বেতন পরিশোধ করেছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৫
৯৯ শতাংশ পোশাক কারখানা বেতন পরিশোধ করেছে ছবি: কাশেম হারুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঈদ উপলক্ষে ৯৯ শতাংশ পোশাক কারখানা ইতোমধ্যে তাদের শ্রমিকদের বেতন পরিশোধ করেছে বলে জানিয়েছেন গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি আতিকুল ইসলাম। তিনি বলেছেন, শুধু বেতনই নয় বোনাসও পরিশোধ করেছে আমাদের ৯৫ শতাংশ পোশাক কারখানা।



বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর বিজিএমইএ ভবনে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ বিষয়ক এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, এছাড়া জুলাই ১৫ তারিখ পর্যন্ত শ্রমিকদের কাজের অর্থ পরিশোধ করেছে ৬৭ শতাংশ পোশাক কারখানা। আমরা পরিসংখ্যান করে এসব তথ্য বের করেছি।

বেতন-বোনাস নিয়ে ঝামেলা করে এমন ১৫শ’ কারখানা ক্লোজ মনিটরিংয়ের মাধ্যমে এসব তথ্য উঠে এসেছে বলে জানান তিনি।

তিনি আরও তথ্য দিয়ে বলেন, ১৪৮৯টি কারখানা পরিদর্শন করা হয়েছে। এরমধ্যে ১৪৮৭টি পোশাক কারখানা বেতন দিয়েছে, ঈদ বোনাস দিয়েছে ১৪৮৩টি। এছাড়া জুলাই মাসের অংশিক বেতনও দিয়ে ফেলেছে ৩১৫টি কারখানা।

আতিকুল বলেন, ২টি কারখানার বেতন প্রক্রিয়াধীন রয়েছে। সেখানকার শ্রমিকরাও বেতন পেয়ে যাবেন ঈদের আগেই।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৫
এনএ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।