ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঈদের আমেজ কাটেনি ব্যাংক পাড়ায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, জুলাই ২০, ২০১৫
ঈদের আমেজ কাটেনি ব্যাংক পাড়ায় ছবি: সোহাগ/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে প্রথম কার্যদিবস সোমবার (২০ জুলাই) রাজধানীর মতিঝিলের ব্যাংক-বীমা অফিসের প্রধান কার্যালয় খুলেছে। তবে ব্যাংক কমকর্তা ও কর্মচারীদের উপস্থিতি রয়েছে একেবারেই কম।



সোমবার সকালে সরেজমিনে গিয়ে এমন পরিস্থিতি লক্ষ্য করা যায়।

এছাড়া দেশে কার্যরত সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সমুহের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকেও কর্মকর্তাদের উপস্থিতি কম রয়েছে।

এদিকে যারা অফিসে এসেছেন তাদের সবাইকে দেখা গেছে একে অপরের সঙ্গে কোলাকুলি করতে। ঈদের ছুটির পর প্রথম কার্যদিবস হওয়ায় উপস্থিতি কম বলে জানিয়েছেন বিভিন্ন ব্যাংক কর্মকর্তারা।

এবারের ঈদের ছুটি শুরু হয়েছে শুক্রবার থেকে, আর শেষ হয়েছে রোববার। সরকারি নিয়মিত ছুটির সঙ্গে মাত্র একদিনের ছুটি পেয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা।

ঈদের ছুটির সঙ্গে সোম থেকে বৃহস্পতিবার (চারদিন) ছুটি নিয়েছেন অনেকেই। এভাবে ছুটি নিয়ে বাড়িতে যাওয়ায় ব্যাংক পাড়া এখনো পুরোপুরি স্বাভাবিক হতে পারেনি। যারা উপস্থিত হয়েছেন, তারা জানান, চলতি মাসের ২৬ জুলাই থেকে আবার পুরোদমে শুরু হবে ব্যাংক কর্মকর্তাদের উপস্থিতি ও লেনদেন।

মতিঝিলে অবস্থিত সরকারি-বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলোতেও চোখে পড়ার মতো গ্রাহকের উপস্থিতি দেখা যায়নি। সোনালী-রূপালী ও অগ্রণী ব্যাংকের স্থানীয় শাখায় কিছু গ্রাহককে লেনদেন করতে দেখা গেছে। বেসরকারি দু-একটি ব্যাংকে আমদানি-রফতানি এলসি খোলা হয়েছে বলে জানান কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, জুলাই ২০, ২০১৫
এসই/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।