ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রবির রিচার্জ প্লাসে ডাটা কেনার সুযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, জুলাই ২১, ২০১৫
রবির রিচার্জ প্লাসে ডাটা কেনার সুযোগ

ঢাকা: এয়ারটাইম রিচার্জের সুবিধার পর বিকল্প ডিজিটাল রিচার্জ প্ল্যাটফরম রিচার্জ প্লাসে ডাটা কেনার সুযোগ এনেছে টেলিকম অপারেটর রবি আজিয়াটা লিমিটেড।

ইন্টারনেটের ক্রমবর্ধমান ব্যবহার ও গ্রাহকদের পরিবর্তিত জীবনধারার পরিপ্রেক্ষিতে প্রয়োজনের বিষয়টি মাথায় রেখে সম্প্রতি ডাটা কেনার ফিচারটি যোগ করেছে প্রতিষ্ঠানটি।



মঙ্গলবার (২১ জুলাই) রবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন ডাটা প্যাক কেনার জন্য রবি গ্রাহকদের আর বাড়ির বাইরে যাওয়ার প্রয়োজন নেই। রিচার্জ ডটরবি ডটকম.বিডি (recharge.robi.com.bd) সাইট ভিজিট করে তারা সহজেই ডাটা কিনতে পারবেন।

রিচার্জ প্লাসে বর্তমানে তিনটি ডাটা বান্ডল রয়েছে। রিচার্জ প্লাসের ডাটা প্যাকগুলো স্বয়ংক্রিয়ভাবে নবায়নযোগ্য নয়।

রিচার্জ প্লাসে গ্রাহকরা ১০৯ টাকায় ৭ দিন মেয়াদী ২৫০ মেগাবাইট, ২৮৯ টাকায় ৩০ দিন মেয়াদী ৮৫০ মেগাবাইট এবং ৪০৩ টাকায় ৩০ দিন মেয়াদী ১ হাজার ৪০০ মেগাবাইট ডাটা কিনতে পারবেন।

বিকল্প রিচার্জ চ্যানেল রিচার্জ প্লাসের মাধ্যমে এয়ারটাইম বা ডাটা প্যাক কেনার জন্য গ্রাহককে রিচার্জ নম্বর, ডাটা বা এয়ারটাইম রিচার্জের পরিমাণ ও তার ই-মেইল অ্যাড্রেস দিতে হবে।

‘রিচার্জ নাও’ অপশনে ক্লিক করার পর গ্রাহককে তার পছন্দের পেমেন্ট মেথডটি (কার্ড/নেট ব্যাকিং/এমএফএস) বাছাই করতে হবে। পেমেন্ট মেথডটি বাছাই করার পর গ্রাহককে সে অনুযায়ী তার কাঙ্ক্ষিত পেমেন্ট পেজে নিয়ে যাওয়া হবে।

*৮৪৪৪*৮৮# নম্বরে ডায়াল করে গ্রাহক তার ডাটা ব্যালেন্স ও মেয়াদ জানতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, জুলাই ২১, ২০১৫
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।