ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গ্রামীণফোন ‘দেয়ার খুশি’ ক্যাম্পেইনে মাইক্রোসফট হ্যান্ডসেট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৫
গ্রামীণফোন ‘দেয়ার খুশি’ ক্যাম্পেইনে মাইক্রোসফট হ্যান্ডসেট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গ্রামীণফোনের ‘দেয়ার খুশি’ ক্যাম্পেইনে যোগ দিয়ে একশোটি হ্যান্ডসেট হস্তান্তর করেছে মাইক্রোসফট।

সম্প্রতি গ্রামীণফোন অফিসে মাইক্রোসফট বাংলাদেশ লিমিটেডের প্রোডাক্ট ম্যানেজার ইফতেখার আহমেদ গ্রামীণফোনের ডেপুটি জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মো. শওকত আলী মিয়ার হাতে হ্যান্ডসেটগুলো তুলে দেন।



বৃহস্পতিবার (২৩ জুলাই) গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রামীণফোন তার গ্রাহক ও অন্যান্য করপোরেট প্রতিষ্ঠানের কাছ থেকে ব্যবহৃত হ্যান্ডসেট সংগ্রহ করছে। এই হ্যান্ডসেটগুলো ব্র্যাকের সহযোগিতায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে এক বছরের ইন্টারনেট সুবিধাসহ বিতরণ করা হবে।

গ্রামীণফোন এ ক্যাম্পইন শুরু করতে ৫শ হ্যান্ডসেট দিয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৫
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।