ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাহারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ গার্মেন্ট শ্রমিকদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৫
বাহারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ গার্মেন্ট শ্রমিকদের ছবি: দীপু মালাকার- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গার্মেন্ট শ্রমিকদের নেতা বাহারানে বাহারে বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ করেছেন বন্ধ হয়ে যাওয়া স্টারলাইট ফ্যাশন গার্মেন্টের শ্রমিকরা।
 
শুক্রবার (২৪ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে শ্রমিকরা এ অভিযোগ করেন।



সমাবেশটি আয়োজন করে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। সংগঠনটির সহ-সভাপতি মিস নুরুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি বাপ্পাদিত্য বসু, শ্রমিক নেতা শাফিয়া পারভিন, ফারুক খান, মিসেস আরিফা আক্তার, মিসেস জেসমিন আক্তার, সুইটি আক্তার প্রমুখ।
 
বাপ্পাদিত্য বসু বলেন, বাহারানে সুলতান বাহার শ্রমিকদের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন। তিনি মালিকপক্ষের সঙ্গে জোগাসাজশ করে শ্রমিকদের অর্থ আত্মসাৎ করেছেন। ষড়যন্ত্রের মাধ্যমে শ্রমিকদের অর্থ আত্মসাৎ করায় অবিলম্বে বাহারকে গ্রেফতার করতে হবে।
 
মিস নুরুন নাহার বলেন, বাহার আগে একবার শ্রমিকদের অর্থ লুট করে বাহারাইনে চলে গিয়েছিলেন। পরে ফিরে এসে আবার শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছেন। ভুঁইফোড় সংগঠন দাঁড় করিয়ে মালিক পক্ষের সঙ্গে জোগসাজসের মাধ্যমে শ্রমিকদের টাকা আত্মসাত করাই তার ধর্ম।
 
তিনি আরও বলেন, বন্ধ হয়ে যাওয়া স্টারলাইট ফ্যাশন মালিকের কাছ থেকে টাকা খেয়ে শ্রমিকদের পাওনা থেকে বঞ্চিত করেছেন বাহার। শ্রমিকরা জবাবদিহিতা করায়, ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিনসহ ৩৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তিনি। একজন শ্রমিক নেতা কখনো শ্রমিকদের বিরুদ্ধে মামলা করতে পারেন না। এতে প্রমাণিত হয় বাহার কোনো শ্রমিক নেতা নয়, একজন দালালমাত্র। যার কাজই হচ্ছে মালিকপক্ষের সঙ্গে জোগসাজসের মাধ্যমে নিজের পকেট ভর্তি করা। তাই অবিলম্বে এ ষড়যন্ত্রকারীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
 
অবিলম্বে আমিরুল হক আমিনসহ ৩৩ শ্রমিক নেতার বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেওয়ারও দাবি জানান বক্তারা। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
 
সমাবেশের পর বিক্ষুদ্ধ শ্রমিকরা একটি মিছিল বের করেন। মিছিলটি প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে পল্টনে ফেডারেশেনের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
 
বাহারানে সুলতান বাহার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে শার্ট প্রতীক নিয়ে মেয়র পদে প্রার্থী হয়েছিলেন। তিনি জাগো ফাউন্ডেশন নামে একটি শ্রমিক সংগঠনের প্রতিষ্ঠাতা।
 
বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৫
ইইউডি/এফবি/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।