ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শনিবার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৫
শনিবার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার-আখাউড়া স্থলবন্দর সড়কের একটি মেরামতের জন্য শনিবার বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।

আখাউড়া স্থলবন্দরের সহকারী  রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আমীর হোসেন বাংলানিউজকে বন্দরে কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।



স্থলবন্দরের ব্যবসায়ী সূত্র জানায়, স্থলবন্দর সড়কের একটি বেইলি ব্রিজ মেরামতের জন্য রোববার ভোর ৬টা পর্যন্ত সড়কের উপর দিয়ে সবধরনের যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।

ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শ্যামল কুমার ভট্টচার্য স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি বন্দর কর্তৃপক্ষকে জানানো হয়।

রোববার (২৬ জুলাই) ভোর ৬টা থেকে বন্দরে আবারো যথারীতি কার্যক্রম শুরু হবে।

তবে শনিবার বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও দু'দেশের পাসপোর্টধারী যাত্রীদের পারাপার থাকবে স্বাভাবিক।

আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল বাংলানিউজকে বলেন, বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও বিশেষ ব্যবস্থায় সকালের দিকে মাছ রফতানি করা হবে।

বাংলাদেম সময়: ১৭১৪ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।