ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

২য় মেয়াদে এক্সিম ব্যাংক এমডি হায়দার আলী মিয়া

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৫
২য় মেয়াদে এক্সিম ব্যাংক এমডি হায়দার আলী মিয়া হায়দার আলী মিয়া

ঢাকা: সাফল্যের সাথে প্রথম মেয়াদ শেষ করার পর ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক(এমডি) পদে আবারও নিয়োগ পেয়েছেন। তার এ পুনঃনিয়োগ ২৫ জুলাই ২০১৫ থেকে কার্যকর হয়েছে।



ড. মোহাম্মদ হায়দার আলী ১৯৮৪ সালে প্রবেশনারি অফিসার হিসেবে তার ব্যাংকিং জীবনের সূচনা করেন। ২০০০ সালে তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে এক্সিম ব্যাংকে যোগদান করেন। পরবর্তীতে তিনি বিভিন্ন শাখার শাখা ব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিভাগের প্রধান হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।

২০০৮ সালে উপব্যবস্থাপনা পরিচালক,  ২০১১ সালে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি লাভ করেন এবং সর্বশেষ ২০১২ সালের ২৫ জুলাই ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ লাভ করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (সম্মান) ও এমএসসি এবং লন্ডন ইন্সটিটিউট অব টেকনোলজি অ্যান্ড রিসার্চ থেকে মার্কেটিং ও ম্যানেজমেন্ট বিষয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে আমেরিকান ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়া থেকে ““The Role of Marketing on Financial Performance showing differences between the Traditional and Islamic Banking in the context of Bangladesh
” বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া কিশোর মুক্তিযোদ্ধা হিসেবে ২ নম্বর সেক্টরে সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পদকে ভূষিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।