ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কৃষিখাতে নতুন করে বিশ্বব্যাংকের ১১৭ কোটি টাকা অনুদান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৫
কৃষিখাতে নতুন করে বিশ্বব্যাংকের ১১৭ কোটি টাকা অনুদান

ঢাকা: নতুন করে গ্লোবাল পার্টনারশিপ আউটপুটভিত্তিক এইড (জিপিওবিএ)-এর আওতায় ১৫ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১শ ১৭ কোটি টাকা) অনুদান দেবে বিশ্বব্যাংক। এর মাধ্যমে গ্রামাঞ্চলে পরিবেশবান্ধব শক্তি বাড়বে ও ছয় হাজার ৬শ ৬০ জন কৃষক সৌর পাম্প চালাতে পারবেন।


 
এছাড়া, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী মানুষকে ২শ ২৫টি সোলার হোম সিস্টেম (এসএইচএস) ও দুই হাজার ৫শটি মিনি-গ্রিড সংযোগ দেওয়া হবে। এর ফলে সৌর শক্তির মাধ্যমে বিদ্যুৎ চাহিদা পূরণ করতে পারবেন তারা।
 
শনিবার (২৫ জুলাই) বিশ্বব্যাংকের জনসংযোগ কর্মকর্তা মেহরিন-ই-মাহবুব বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

মেহরিন বলেন, জিপিওবিএ-এর আওতায় নতুন করে ১৫ মিলিয়ন ডলার অনুদান দেবে বিশ্বব্যাংক। এর ফলে গ্রামীণ মানুষের সেচ কাজসহ রান্নার কাজ আরও সহায়ক ভূমিকা পালন করবে এ অনুদান। ডিজেলচালিত পাম্পের নেতিবাচক প্রভাব থেকেও রক্ষা পাবেন গ্রামীণ মানুষ।
 
বিশ্বব্যাংক সূত্র জানায়, প্রকল্পের আওতায় নিম্ন আয়ের পরিবার পরিবেশবান্ধব এসব সুবিধা সাশ্রয়ী মূল্যে পাবে। এছাড়া বায়োগ্যাস প্ল্যান্টগুলো মাধ্যমে দেশের নয় হাজার ৮শ ৫০টি পরিবার পরিবেশবান্ধবভাবে রান্নার কাজ সারতে পারবে।
 
বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৫
এমআইএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।