ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বন্ডে বিনিয়োগে আগ্রহী প্রবাসীরা, সরকারেরও নানা উদ্যোগ

রহমত উল্যাহ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৫
বন্ডে বিনিয়োগে আগ্রহী প্রবাসীরা, সরকারেরও নানা উদ্যোগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রবাসী বাংলাদেশিদের(এনআরবি) দেশে বিনিয়োগে আকৃষ্ট ও আগ্রহী করতে উদ্যোগ নিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)।

প্রবাসী বাংলাদেশিরা দেশীয় ট্রেজারি বন্ডে বিনিয়োগ করলে একবছরের জন্য ‘সিআইপি সম্মাননা কার্ড’ (কমার্শিয়াল ইম্পরটেন্ট পার্সন) পাবেন।



বন্ডে ১ মিলিয়ন ইউএস ডলার বিনিয়োগ করায় সম্প্রতি প্রথমবারের মতো চার অনিবাসী বাংলাদেশিকে সিআইপি কার্ড প্রদান করেছে আইআরডি।

দেশের অর্থনীতিতে অবদান রাখায় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিবছর প্রবাসীদের বাংলাদেশিদের (এনআরবি) সিআইপি কার্ড প্রদান করে আসছে।

প্রতিবছর বৈদেশিক মুদ্রা প্রেরণ, বাংলাদেশি পণ্য আমদানি ও শিল্পে বিনিয়োগ এ তিন শ্রেণিতে ২৫ জনকে সিআইপি কার্ড প্রদান করলেও আগামীতে ৯০ জনকে কার্ড দেওয়া হবে।

আইআরডি’র মতো নির্ভরযোগ্য রাষ্ট্রীয় এ সংস্থার এমন উদ্যোগকে প্রবাসী বাংলাদেশিরা স্বাগত জানিয়ে বন্ডে বিনিয়োগে আগ্রহী বলে সূত্র নিশ্চিত করেছে।

সূত্র জানায়, দেশীয় বন্ডে বিনিয়োগ করতে বিভিন্ন দেশে বাংলাদেশি দূতাবাসে সাথে যোগাযোগ করতে শুরু করেছে প্রবাসীরা।

সূত্র মতে, প্রবাসীরা বিনিয়োগের ক্ষেত্রে আইন-কানুন ও নিশ্চয়তা বিষয়ে জানতে আগ্রহ প্রকাশ করছে। অনেকে দূতাবাসে স্বশরীরে ও ফোনের মাধ্যমে জানতে চাচ্ছে। দূতাবাস এ বিষয়ে আইআরডিকে চিঠি দিয়েছে। আবার অনেক দূতাবাসে আইআরডি’র পক্ষ থেকে চিঠি দিয়ে এ বিষয়ে অবহিত ও উৎসাহিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত দেশসমূহের প্রবাসীরা বেশি আগ্রহ দেখাচ্ছে। এরমধ্যে এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও মধ্যপাচ্যের দেশ সৌদি আরব।

বেশ কয়েকটি দেশের দূতাবাসের মাধ্যমে কিছু প্রবাসী বন্ড ক্রয় করে দেশে পাঠিয়েছেন বলেও সূত্র জানিয়েছে।
 
সূত্র জানায়, প্রথমবারের মতো চার প্রবাসীকে দেশীয় বন্ডে বিনিয়োগের স্বীকৃতি স্বরূপ একবছরের জন্য সিআইপি কার্ড দেওয়া হয়েছে। এরা হলেন, আরিফ আহমেদ চৌধুরী, আসিফ আহমেদ চৌধুরী, বেগম সায়রা চৌধুরী ও মীর রাসেল সুজন। প্রথম তিনজন একই পরিবারের সদস্য।

চলতি বছরের ২ জুন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্মেলন কক্ষে তাদের হাতে সিআইপি কার্ড ও সনদপত্র তুলে দেন আইআরডি সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

সূত্র জানায়, চলতি অর্থবছর বাজেটে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ডসহ সাত ধরনের বন্ড বিনিয়োগে অর্জিত সুদের ওপর উৎসে কর প্রত্যাহার করেছে সরকার। বন্ডগুলো হলো-ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড, ইউরো প্রিমিয়াম বন্ড, ইউরো ইনভেস্টমেন্ট বন্ড, পাউন্ড স্টারলিং প্রিমিয়াম বন্ড ও পাউন্ড স্টারলিং ইনভেস্টমেন্ট বন্ড।

এনবিআর এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে যা গত ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আগে সকল বন্ডের সুদের ওপর ৫ শতাংশ পর্যন্ত উৎসে কর ছিল।

এ বিষয়ে আইআরডি সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, যেকোন প্রবাসী দেশে এক মিলিয়ন ইউএস ডলারের প্রিমিয়াম ও ইনভেস্মমেন্ট বন্ড কিনলে সিআইপি সম্মাননা কার্ড পাবেন। প্রবাসী বিনিয়োগকারীদের নিজ দেশে বিনিয়োগে আকৃষ্ট করতে আইআরডি থেকে এ সম্মাননা কার্ড পদ্ধতি চালু করা হয়েছে।

সচিব বলেন, অনেক প্রবাসী দেশের উন্নতি ও অর্থনৈতিক অগ্রযাত্রায় অংশীজন হতে দেশে টাকা বিনিয়োগ করতে আগ্রহী। বন্ড বিনিয়োগে সিআইপি’র এ সম্মাননা প্রবাসীদের অনুপ্রেরণা যোগাবে।

নজিবুর রহমান বলেন, এ কার্ড চালু করায় বন্ডে কিভাবে বন্ড কেনা ও পাঠানো যাবে সে সম্পর্কে জানতে প্রবাসীরা দূতাবাস ও আমাদের সাথে যোগাযোগ করছেন। বিভিন্ন দূতাবাস থেকে চিঠির মাধ্যমে কর্মকর্তারা এ বিষয়ে সহায়তা চাইছেন। আমরা বন্ড বিষয়ে আইন-কানুন জানাচ্ছি। বন্ড কেনায় দূতাবাস কর্মকর্তারা সহায়তা দেবে।

অনেক প্রবাসী এরইমধ্যে দূতাবাসের মাধ্যমে বন্ড কিনে দেশে পাঠিয়েছেন। প্রচারের কারণে এমন সাড়া পাওয়া যাচ্ছে। তিনি প্রবাসীদের আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান।

সিআইপিরা সচিবালয়ে প্রবেশ, দেশ-বিদেশে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক, জাতীয় দিবসে বিদেশে বাংলাদেশ মিশন আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রণ পাবেন।
বিমান, রেল, সড়ক ও জলযান ভ্রমণে সংরক্ষিত আসন, স্ত্রী, সন্তান ও নিজ চিকিৎসায় সরকারি হাসপাতালে কেবিন সুবিধা, বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ-২ ব্যবহার ও স্পেশাল হ্যান্ডলিংয়ের সুবিধা পাবেন।

বাংলাদেশ সময়: ০৮০৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৫
আরইউ/এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।