ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চলতি মাসেই ঝিলমিল ও পূর্বাচলের নকশা অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৫
চলতি মাসেই ঝিলমিল ও পূর্বাচলের নকশা অনুমোদন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

ঢাকা: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, রাজউককে বলেছি যেন চলতি জুলাই মাস থেকেই ঝিলমিল, উত্তরা ও পূর্বাচলের নকশা অনুমোদন দেয়। যাতে করে প্রকল্পের আওতার বাসিন্দারা ঘর-বাড়ি তৈরি করতে পারেন।

আমি চেষ্টা করছি, এগুলোকে গ্রিন সিটি করার জন্য।
 
রোববার (২৬ জুলাই) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা(২০১৬-২০) দলিলের  খাতভিত্তিক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
 
গৃহায়নমন্ত্রী আরও বলেন, ঢাকাতে মাত্র ৮ শতাংশ সরকারি কর্মকর্তাকে আবাসন দিচ্ছি। সকল সরকারি কর্মকর্তাকে আবাসন দিতে মহাপরিকল্পনা হাতে নিয়েছি। প্রধানমন্ত্রী  এ বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন। রাজউকের অধীনে তিনটি প্রকল্প আছ। ঝিলমিল প্রকল্প আমার হাতে গড়া। তখন জমির দাম অনেক কম ছিল। কিন্তু রাজউকের দুরদর্শিতার অভাবে এটা পড়েছিল। ঢাকা শহরের জমি প্রাইভেট ডেভলেপররা কিনে নিয়েছেন।
 
তিনি আরও বলেন, শান্তিনগর থেকে ঝিলমিল পযর্ন্ত ফ্লাইওভার হবে। এটা দুই তিন মাসের মধ্যেই আন্তর্জাতিক টেন্ডার হবে। আমি সংশ্লিষ্টদের অনুমতি দিয়ে দিয়েছি।
স্থানীয় কয়লা অবশ্যই ব্যবহার করতে হবে। বহু বছর থেকে কয়লা ব্যবহার করার জন্য আমি প্রধানমন্ত্রীকে বলেছি। কয়লা কখনও বিদেশে রফতানি করা যাবে না, এটা আমাদের স্থানীয়ভাবে ব্যবহার করতে হবে।

সড়ক প্রসঙ্গে মন্ত্রী বলেন, ১০ টনের ওপরে সড়কে যেন ভারি গাড়ি না যায়, সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। সড়কগুলো একদিকে ভাঙছে, অন্যদিকে গড়ছে। সড়ক তৈরি করা শেষ হয় না। এটা খুবই মুশকিলের ব্যপার।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এবং বিদ্যু‍ ৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রমুখ। ‍

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৫
এমআইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।