ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘ওভারলোডিং ট্রাক চালকদের গ্রেফতার করতে হবে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৫
‘ওভারলোডিং ট্রাক চালকদের গ্রেফতার করতে হবে’ ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন / ফাইল ফটো

ঢাকা: মহাসড়কে ওভারলোডিং ট্রাক চালকদের গ্রেফতার করতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

রোববার (২৬ জুলাই) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার (২০১৬-২০) দলিলের খাতভিত্তিক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।


 
মন্ত্রী বলেন, বর্তমানে হাইওয়েতে অনেক ওভারলোডিং ট্রাক দেখি। এসব ট্রাকের চালকদের গ্রেফতার করতে হবে। এটা না করলে হাজার হাজার কোটি টাকা নষ্ট হবে। এটা ক্রিমিনাল অফেন্স। ওভারলোডিং ট্রাক রোডের অনেক ক্ষতি করছে। এখনই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া দরকার।

পানি প্রসঙ্গে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, বর্তমানে পানির স্তর নিচে নেমে গেছে। এখন পানিতে আর্সেনিক পাওয়া যাচ্ছে। কয়েক দিন পরে আরও কতো কী বের হবে, কে জানে। ভূ-উপরিস্থ পানি ব্যবহার করা দরকার। টিবওয়েলে দিয়ে আমরা মানুষকে মারছি, পরকালে কী জবাব দিবো। আগামীতে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয়, তাহলে তা পানি নিয়ে হবে। তাই সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পানিকে অধিক গুরুত্ব দেওয়া দরকার।
 
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর প্রতি রসিকতা করে তিনি বলেন, আগামী তিন বছরে দেশবাসী যদি শতভাব বিদ্যুৎ না পায় তাহলে আপনার কপালে ‍দুঃখ আছে। আমি সবেমাত্র ১০ দিন এ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছি।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন- পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৫
এমআইএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।