ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বৃষ্টি মাথায় চলছে গার্মেন্ট শ্রমিকদের অবস্থান কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৫
বৃষ্টি মাথায় চলছে গার্মেন্ট শ্রমিকদের অবস্থান কর্মসূচি ছবি: সোহাগ / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বৃষ্টি উপেক্ষা করেই বেতন-ভাতা পরিশোধের দাবিতে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন সোয়ান গার্মেন্টসের শ্রমিকরা।

সেমাবার (২৭ জুলাই) সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে টানা ১৬তম দিনের মতো কর্মসূচি পালন করছেন তারা।



সম্প্রতি বন্ধ হয়ে যাওয়া সোয়ান গার্মেন্টসের শ্রমিকদের সঙ্গে একাত্ম ঘোষণা করে যোগ দিয়েছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র।

আন্দোলনরত শ্রমিকরা অভিযোগ করেন, বিনা নোটিসে গত ১০ এপ্রিল থেকে সোয়ান গার্মেন্টস প্রাইভেট লিমিটেড ও সোয়ান জিনস লিমিটেড কারখানা দুটি বন্ধ করে দেয় সোয়ান গ্রুপ। এতে এক হাজার তিনশ’র বেশি শ্রমিক পরিবার-পরিজন নিয়ে চরম বিপাকে পড়েছেন।
 
তারা বলেন, বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে কয়েক দফা শ্রম মন্ত্রণালয় ও বিজিএমইএ এর কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেও কোনো ফল পাওয়া যায়নি।

গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কার্যকরী সভাপতি সাদিকুর রহমান শামীম বলেন, বেতন-ভাতা না দিয়েই উল্টো উদ্দেশ্যমূলকভাবে গত ৩০ জুন ইসলামী ব্যাংক সোয়ানের শ্রমিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে।

আন্দোলনরত সোয়ান কারখানার কর্মী (প্লেন মেশিন অপারেটর) নাসিমা অভিযোগ করে বলেন, ১৭ বছর ধরে এ গার্মেন্টসে কাজ করছি। এখানকার আয়েই আমাদের সংসার চলে।

‘এখন বেতন-ভাতা না দেওয়া আর কোনো জায়গায় কাজ না পাওয়ায় চরম কষ্টে দিনাতিপাত করতে হচ্ছে। খেয়ে না খেয়ে থাকছে পরিবারের সদস্যরা,’ বলেন তিনি।  

এদিকে শ্রমিকদের এই অবস্থান কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেছেন ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লাকি আক্তার।

বাংলানিউজকে তিনি বলেন, ১৬ দিন ধরে আন্দোলন করে কোন সুফল পাচ্ছেন না শ্রমিকরা। দেশের অর্থনীতির চালিকাশক্তি গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য দাবি না মানলে বাংলাদেশ ছাত্র ইউনিয়নে সারা দেশে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে।

এ সময় কারখানার শ্রমিকদের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের দায়ের করা মামলা প্রত্যাহারেরও দাবি জানান লাকি আকতার।  

প্রেসক্লাবের সামনে চলমান আন্দোলন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের যুগ্ম সাধারণ সম্পাদক জলি তালুকদার, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতা জয়নাল আবেদীন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৫
এসইউজে/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।